শাহ্ সৈয়দ নাসিরুদ্দীন

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২৩:০১, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

শাহ্ সৈয়দ নাসিরুদ্দীন (১৩শ শতক)  আউলিয়া ও  ইসলাম প্রচারক। ইরাকের বাগদাদে তাঁর জন্ম। হালাকু খান কর্তৃক বাগদাদ ধ্বংসের সময় ভাগ্যান্বেষণে বের হয়ে তিনি দিল্লি আগমন করেন। পরে সিলেট অভিযানে তিনি সেনাপতি সিকান্দার খান ও হযরত  শাহ্জালালএর সঙ্গী হন।

সুহ্রাওয়ার্দিয়া তরিকার অনুসারী সৈয়দ নাসিরুদ্দীনের কারামত সম্পর্কে বহু জনশ্রুতি প্রচলিত আছে। যুদ্ধে পরাজিত রাজা গৌরগোবিন্দের কথিত জাদুর ধনুকে তিনি জ্যা সংযোজন করেন। তিনি শাহ্ জালালের নির্দেশে বারোজন আউলিয়াকে সঙ্গে নিয়ে তরফের রাজা আচাক নারায়ণকে যুদ্ধে পরাজিত করেন এবং সেখানকার শাসনকর্তা নিযুক্ত হন। হবিগঞ্জের মুড়াবন্দ তরফে তাঁর  মাযার আছে।  [দেওয়ান নূরুল আনোয়ার হোসেন চৌধুরী]