শাহ, দুদ্দু

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২৩:০১, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

শাহ, দুদ্দু (১৮৪১-১৯১১)  বাউল গান রচয়িতা,  মরমি সাধক। ঝিনাইদহ (বৃহত্তর যশোর) জেলার হরিণাকুন্ডুর বেলতলা গ্রামে তাঁর জন্ম। তাঁর পারিবারিক নাম ছিল দবিরউদ্দীন মন্ডল। লালন শাহর নিকট দীক্ষা গ্রহণের পর তিনি দুদ মল্লিক বিশ্বাস বা দুদ্দু শাহ নামে পরিচিতি লাভ করেন।

দুদ্দু শাহর পিতা ঝড়ু মন্ডল ছিলেন একজন কৃষিজীবী। কিন্তু কৃষিজীবী পিতার উৎসাহে দুদ্দু শাহ স্থানীয় হরিশপুর গ্রামের শ্রীনাথ পাঠশালায় অধ্যয়ন করেন। সেখানে তিনি বাংলা ভাষায় দক্ষতা অর্জন করেন। পরে তিনি মদনদাস বাউলের নিকট সংস্কৃত ভাষা ও সাহিত্য এবং স্থানীয় আলেমদের নিকট আরবি ও ফারসি ভাষা শিক্ষা করেন।

দুদ্দু শাহ হরিশপুরের মরমি সাধকদের সঙ্গে মেলামেশা করে ফকিরি বা মরমিয়া সাধনার প্রতি আকৃষ্ট হন এবং বিভিন্ন স্থান পরিভ্রমণ করার পর লালন ফকিরের শিষ্যত্ব গ্রহণ করেন। লালনের সান্নিধ্যে থেকে তিনি এক সময় সঙ্গীত রচনায় মনোনিবেশ করেন। পরে তিনি স্বগ্রাম বেলতলায় ফিরে গিয়ে বাকি জীবন ধর্মসাধনা ও  বাউল গান রচনায় অতিবাহিত করেন। মরমি গান ছাড়াও তিনি কিছু সমাজাশ্রিত গানও রচনা করেন। লালন চরিত ও নুরে মোহাম্মদী নামে তাঁর দুখানি গ্রন্থ প্রকাশিত হয়েছে।  [মহসিন হোসাইন]