শামসুদ্দীন আহমদ শাহ

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২৩:০০, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

শামসুদ্দীন আহমদ শাহ   সুলতান  জালালুদ্দীন মুহম্মদ শাহের পুত্র ও উত্তরাধিকারী। তিনি ৮৩৭ হিজরিতে (১৪৩৩ খ্রি) ১৪ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন। অসৎ পরামর্শদাতারা তাঁকে বিপথে পরিচালিত করে। ফলে অচিরেই তিনি বিভিন্ন অপরাধমূলক বিচারবুদ্ধিহীন কাজে লিপ্ত হন।

শামসুদ্দীন আহমদ শাহের রাজত্বকাল ছিল সংক্ষিপ্ত ও গোলযোগপূর্ণ। তাঁর দুই ক্ষমতাধর ও প্রভাবশালী ক্রীতদাস সাদী খান ও নাসির খান তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং ৮৩৯ হিজরিতে (১৪৩৫ খ্রি) তাঁকে হত্যা করে। তাঁর মৃত্যুর পর নাসির খান অবৈধভাবে বাংলার সিংহাসন দখল করেন।  [আবু তাহের]