শামসুজ্জামান, মোহাম্মদ

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২৩:০০, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

শামসুজ্জামান, মোহাম্মদ (১৯২৬-১৯৭১)  প্রকৌশলী, শহীদ বুদ্ধিজীবী। জন্ম বাংলা ১৩৩৩ সনের ২৮ ভাদ্র নরসিংদী জেলার রায়পুরা থানার মধ্যনগর গ্রামে। তাঁর পিতার নাম তায়েবউদ্দিন আহমদ। মোহাম্মদ শামসুজ্জামান ১৯৪৩ সালে কুমিল্লা জেলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং পাবনা এডওয়ার্ড কলেজ থেকে ১৯৪৫ সালে আইএসসি পাস করেন। তিনি কলকাতার শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ১৯৫০ সালে সিভিল ইঞ্জিনিয়ারিংএ ডিগ্রি লাভ করেন।

মোহাম্মদ শামসুজ্জামান কর্মজীবনের শুরুতে চাঁদপুর ইরিগেশন ডিপার্টমেন্টে সহকারি প্রকৌশলী নিযুক্ত হন। ১৯৫৪ সালে তিনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অধীনে সহকারি প্রকৌশলী হিসেবে যোগ দেন। তিনি ১৯৬০ সালে ইংল্যান্ড থেকে হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিংয়ের ওপর উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। দেশে ফিরে তিনি পুনরায় চট্টগ্রাম বন্দরে যোগ দেন। ১৯৬৪ সালে মোহাম্মদ শামসুজ্জামান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী নিযুক্ত হন। ১৯৭১ সালের মার্চে অসহযোগ আন্দোলন চলাকালে ২৪ মার্চ চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি জাহাজ ‘সোয়াত’ থেকে অস্ত্র খালাসে বাঙালি শ্রমিক-কর্মচারীদের বাধা ও অসন্তোষকে তিনি সমর্থন করেন। অপারেশন সার্চলাইটের দ্বিতীয় পর্যায়ে পাকিস্তানিরা চট্টগ্রাম পুনর্দখল করার পর ২১ মে বন্দর থেকে পাকিস্তান নৌবাহিনীর সদস্যরা মোহাম্মদ শামসুজ্জামানকে গ্রেফতার করে। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায় নি।  [এ.টি.এম যায়েদ হোসেন]