শরফুদ্দীন, খাজা শাহ্

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২৩:০০, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

শরফুদ্দীন, খাজা শাহ্  (১৬শ-১৭শ শতক)  সুফিসাধক। বাদশাহ আকবরের রাজত্বকালে (১৫৫৬-১৬০৫) তিনি  ঢাকা আসেন এবং  ইসলাম প্রচার করেন। কারো কারো মতে তিনি শাহ জালালের (র.) সফরসঙ্গী ছিলেন। ঢাকার হাইকোর্টের পাশে তাঁর  মাযার আছে। সরকারি দলিলপত্রে  সেখানে সতেরো শতাংশ জমির ওপর তাঁর কবরস্থান ও পাকা মাযার এবং দক্ষিণ দিকে দুটি পাকা ইঁদারা থাকার কথা উলি­খিত হয়েছে।

খাজা শরফুদ্দীন চিশতিয়া তরিকায় সাধনা করে ‘শাহ্’ উপাধি লাভ করেন। হাইকোর্ট প্রাঙ্গণে তাঁর মাযারে আজও দর্শনার্থীদের নিয়মিত ভিড় হয়;  নামায, দোয়া-দরুদ পাঠ ও দান-খয়রাত চলে এবং বাতি দেওয়া ও মানত করা হয়। মাযার পরিচালনা কমিটির মাধ্যমে  মাদ্রাসা, লঙ্গরখানা, পাঠাগার, পত্রিকা প্রকাশ ইত্যাদি কাজ সম্পন্ন হয়ে থাকে। সুপ্রিম কোর্টের বিচারপতি পদাধিকারবলে এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।  [দেওয়ান নুরুল আনোয়ার হোসেন চৌধুরী]