শঙ্খিনী

Mukbil (আলোচনা | অবদান) কর্তৃক ০৮:৩২, ১২ মার্চ ২০১৫ তারিখে সংশোধিত সংস্করণ
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)
শঙ্খিনী

শঙ্খিনী  Elapidae গোত্রের বিষাক্ত সাপ। বাংলাদেশে পাঁচ প্রজাতির শঙ্খিনী আছে। এদের মধ্যে দুটি প্রজাতি সুপরিচিত। একটি শঙ্খিনী বা শাখিনী সাপ Branded Krait  (Bungarus fasciatus), অতি সুন্দর ও চমৎকার নানা রঙে সজ্জিত, মাথা আকারে বেশ বড়, কালো রং, সারা শরীর জুড়ে পরপর কালো ও হলুদ ডোরা। দৈর্ঘ্য দুই মিটারের কম, থাকে গভীর বনাঞ্চলে ও গ্রামীণ বনে।

শঙ্খিনী সর্পভুক। বিষহীন ও বিষধর দুই ধরনের সাপই খায়। মূলত নিশাচর, রাতেই চলাফেরা এবং শিকার করে। দ্বিতীয় সাপটি কালকেউটে Common Krait (B. caeuleus), বাংলাদেশে সম্ভবত এটিই সবচেয়ে মারাত্মক বিষধর সাপ। দেহের রং ধূসর কালো, তাতে অন্য কোন রঙের দাগ থাকে না। দৈর্ঘ্যে দুই মিটারের চেয়ে কম, কাঠ বা ইটের স্তূপের নিচে লুকিয়ে থাকতে পছন্দ করে। কালকেউটেও অন্য সাপ ও ছোট প্রাণী খায়। শঙ্খিনী বা কালকেউটের চামড়ার বাজার দর খুব চড়া। [আলী রেজা খান]

আরও দেখুন গোখরা