রহমান, শেখ হবিবর

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:৫২, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

রহমান, শেখ হবিবর (১৮৯১-১৯৬২)  সাহিত্যিক, সাংবাদিক। ১৮৯১ সালের এপ্রিল মাসে যশোর জেলার গোষগাতি গ্রামে তাঁর জন্ম। তিনি যশোর জেলা স্কুল থেকে এন্ট্রান্স (১৯১০) এবং কলকাতা সিটি কলেজ থেকে আইএ (১৯১২) পাস করেন। ১৯১৪ সালে তিনি বিএ পরীক্ষা দিয়ে অকৃতকার্য হন এবং ১৯২৩ সালে ডেভিড হেয়ার কলেজ থেকে এলটি পাস করেন।

হবিবর রহমান ১৯১৪ সালে যশোর জেলা স্কুলের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন; পরে ১৯৩০ সাল পর্যন্ত বারাসাত সরকারি হাইস্কুল, হুগলি ব্রাঞ্চ স্কুল ও বারাকপুর গভর্নমেন্ট হাইস্কুলে শিক্ষকতা করেন। পরে তিনি খুলনায় মক্তব সাব-ইনস্পেক্টর হন এবং ১৯৪৪ সালে অবসর গ্রহণের পর ১৯৫১-৬০ সাল পর্যন্ত খুলনা করোনেশন বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করেন।

হবিবর রহমান সাপ্তাহিক মোহাম্মদী পত্রিকার সহকারী সম্পাদক (১৯১৪) এবং মাসিক বঙ্গনূর (১৯১৯) ও ঊষা পত্রিকার সম্পাদক ছিলেন। সাহিত্যিক ও লেখক হিসেবে কবিতা, কিশোর রচনা, ইতিহাস, অনুবাদ, ধর্ম, ব্যঙ্গ্যরসাত্মক রচনা, আত্নজীবনী ইত্যাদি শাখায় তাঁর গুরুত্বপূর্ণ অবদান আছে। তাঁর উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ: পারিজাত (১৯১২), আবে হায়াত (১৯১৪), চেতনা (১৯১৫), পরীর কাহিনী (১৯১৬), হাসির গল্প (১৯১৭), নিয়ামত (১৯১৭), কোহিনূর (১৯১৯), মালাবারে ইসলাম প্রচার (১৯১৯), সুন্দর বনে ভ্রমণ কাহিনী (১৯২৭), আমার সাহিত্যজীবন (১৯২৭), মহাকবি শেখ সাদীর গুলিস্তাঁর বঙ্গানুবাদ (১৯৩৩), বুস্তার বঙ্গানুবাদ (১৯৩৪), ছোটদের গল্প (১৯৩৫), ভারত সম্রাট বাবর (১৯৩৬), মরণের পরে (১৯৫০) ইত্যাদি। প্রকৃতি ও মানবপ্রেম, ইতিহাস ও সমাজবোধ এবং মুক্তচিন্তা তাঁর রচনার প্রধান গুণ। ‘নদীয়া সাহিত্য সভা’ কর্তৃক তিনি ‘সাহিত্যরত্ন’ উপাধিতে ভূষিত হন। ১৯৬২ সালের ৭ মে খুলনায় তাঁর মৃত্যু হয়।  [বদিউজ্জামান]