যোগীর ভবন

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:৫০, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

যোগীর ভবন  বগুড়া জেলাস্থ কাহালু থানার অন্তর্গত পাইকর ইউনিয়নের একটি গ্রাম। এটি মহাস্থানগড় এর ১২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। গ্রামটি শৈব সন্ন্যাসী সম্প্রদায়ের নাথ গোষ্ঠীর বসতিস্থল হিসেবে সুপরিচিত। স্থানটি প্রায় ৮০ একর ভূমি জুড়ে বিস্তৃত। সমগ্র বসতিস্থল বা ভবনসমূহের এলাকা প্রাচীর বেষ্টিত এবং একটি বিভাজক দেওয়াল দ্বারা দুভাগে বিভক্ত। পশ্চিম ভাগে ধর্মডুঙ্গি ও গদিঘর নামক দুটি মন্দির রয়েছে। এছাড়া পূর্ব ভাগে রয়েছে সর্বমঙ্গলা, দুর্গা, কালভৈরবী এবং গোরক্ষনাথের ৪টি মন্দির। দুর্ভাগ্যজনক যে, এসব মন্দিরের দেব-দেবীর প্রতিমাগুলি হারিয়ে গেছে। সর্বমঙ্গলা মন্দিরটি নকশাকৃত ইট ও পোড়ামাটির ফলক দ্বারা ব্যাপকভাবে অলঙ্কৃত। স্থাপত্য শৈলী ও লিপি প্রমাণে বলা যায় যে, যোগীর ভবনস্থ মন্দিরগুলি সতের-আঠারো শতকে নির্মিত হয়েছিল। প্রাচীন ভবনাদির ধ্বংসাবশেষ এসব মন্দিরের নির্মাণ উপকরণ হিসেবে ব্যবহূত হয়েছিল। আর এসব ধ্বংসাবশেষ এই প্রত্নস্থলেই পাওয়া গেছে।  [মোঃ আইয়ুব খান]