মোহাম্মদ, গোলাম

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:৪৯, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

মোহাম্মদ, গোলাম (১৮৯৫-১৯৫৬)  পাকিস্তানের গভর্নর জেনারেল। তিনি ১৮৯৫ সালের ২০ এপ্রিল কাপরথুলা রাজ্যে (বর্তমানে ভারতের পাঞ্জাব প্রদেশের অংশ) জন্মগ্রহণ করেন। আলীগড় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভের পর তিনি ১৯২০ সালে ভারতীয় অ্যাকাউন্টস্ সার্ভিসে যোগ দেন। তিনি দু’বছর (১৯৩০-১৯৩২) ভূপাল স্টেট সার্ভিসে দায়িত্ব পালনের পর ভারত সরকারের অর্থ ও সরবরাহ বিভাগে যোগদান করেন। ১৯৩৮ সালে তাঁকে ভারতীয় আইনসভায় সরকারি সদস্য নিয়োগ করা হয়। অতঃপর তিনি হায়দ্রাবাদ রাজ্য সরকারে অর্থমন্ত্রী নিযুক্ত হন (১৯৪২-১৯৪৬)। ১৯৪৭ সালে তিনি পাকিস্তানের প্রথম মন্ত্রিসভার অর্থমন্ত্রী ছিলেন। ১৯৫১ সালে লিয়াকত আলী খান নিহত হলে খাজা নাজিমউদ্দীনকে প্রধানমন্ত্রী এবং গোলাম মোহাম্মদকে গভর্নর জেনারেল নিয়োগ করা হয়। ১৯৫৩ সালে তিনি অযোগ্যতার কারণে নাজিমউদ্দীন সরকারকে বরখাস্ত করেন এবং বগুড়ার মোহাম্মদ আলীকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন। পাকিস্তান গণপরিষদ ১৯৫৪ সালে গভর্নর জেনারেলের ক্ষমতায় ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে সংবিধান সংশোধনের উদ্যোগ নিলে গোলাম মোহাম্মদ গণপরিষদ ভেঙ্গে দেন।

গোলাম মোহাম্মদ অসুস্থ হয়ে ১৯৫৫ সালে ছুটি গ্রহণ করেন। ভারপ্রাপ্ত গভর্নর জেনারেল ইস্কান্দার মীর্যা  ১৯৫৫ সালের ৬ অক্টোবর তাঁকে বরখাস্ত করে নিজেই গভর্নর জেনারেল হন। ১৯৫৬ সালের ১২ সেপ্টেম্বর গোলাম মোহাম্মদ লাহোরে মৃত্যুবরণ করেন।  [আবু জাফর]