মোহনা

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:৪৯, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

মোহনা (Estuary)  সমুদ্র, স্থলভূমি ও স্বাদুপানির সমন্বয়ে গঠিত বড় নদীর স্রোতমুখ, যেখানে স্বাদুপানি ও সামুদ্রিক পরিবেশের মধ্যে একটি অন্তবর্তী এলাকা গঠিত হয়। মোহনা একটি উর্বর স্থান, সামুদ্রিক ও স্বাদুপানির অনেক জীব এখানে জীবনচক্রের একটি বিশেষ ধাপ অতিবাহিত করে। একটি মোহনার বৈশিষ্ট্য এতই গতিময় যে, সেখানে মাসে মাসে, প্রতিদিন, এমনকি প্রতি ঘণ্টায়ও পরিবর্তন ঘটতে থাকে। এসব পরিবর্তন পরিযায়ী জীবের ও তাদের জীবনচক্রের ওপর, এমনকি সেখানকার স্থায়ী বাসিন্দাদের শারীরবৃত্তের ওপরও গভীর প্রভাব ফেলে। বাংলাদেশের সমুদ্র উপকূল বঙ্গোপসাগরের কিনার ধরে দক্ষিণ-পূর্বে টেকনাফ থেকে দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরা পর্যন্ত বিস্তৃত (প্রায় ৭১০ কিলোমিটার)। এই উপকূল একটি জটিল মোহনা প্রণালীর জালিকা বিন্যাসে চিহ্নিত। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, কর্ণফুলি প্রভৃতি বড় বড় নদী প্রশস্ত মোহনা সৃষ্টি করে বঙ্গোপসাগরে এসে মিশেছে। অল্প কয়েক দশক আগেও এখানকার মোহনাগুলি মাছ ও বাণিজ্যিক গুরুত্বপূর্ণ নানা জলজ প্রাণীতে যথেষ্ট সমৃদ্ধ ছিল, কিন্তু অতি আহরণের ফলে তা এখন বহুলাংশে হ্রাস পেয়েছে।  [নূরউদ্দিন মাহমুদ]