মৃত্তিকা দ্রবণ

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:৪৭, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

মৃত্তিকা দ্রবণ (Soil Solution)  দ্রবণ একটি তরল পদার্থ যা বিভিন্ন প্রকার বস্ত্তর মিশ্রণে গঠিত। এসব বস্ত্তর মধ্যে যে বস্ত্তটি অধিক পরিমাণে থাকে তাকে দ্রাবক বলা হয় এবং অন্যান্য বস্ত্তগুলো হলো দ্রবীভূত বস্ত্ত (দ্রব)। মৃত্তিকা দ্রবণের দ্রাবক হলো পানি এবং দ্রবীভূত বস্ত্তগুলো হলো আয়ন, যাদের অধিকাংশই গাছের ছাইতে পাওয়া যায়। গবেষণাগারে মৃত্তিকার মধ্য দিয়ে ধীরে ধীরে পানি চালনা করে এবং মাঠে লাইসিমিটার দ্বারা মৃত্তিকা দ্রবণ সংগ্রহ করা হয়। মৃত্তিকার এ দ্রবণ জলবায়ু এবং জৈব প্রতিভাসের সঙ্গে পার্থক্য দেখায়। পরিশোষণ কমপ্লেক্সে আটকে থাকা আয়ন ও মৃত্তিকা দ্রবণে বিদ্যমান আয়নের মধ্যে সবসময় বিনিময় ঘটে।

বৃষ্টিপাত কম হওয়ার কারণে শুষ্ক ও শুষ্কপ্রায় অঞ্চলের মৃত্তিকা দ্রবণ সাধারণত গাঢ় হয়। অর্ধ-আর্দ্র ও উপক্রান্তীয় অঞ্চলের দেশ হিসেবে বাংলাদেশের মৃত্তিকা দ্রবণের গাঢ়তার মাত্রা কম হয়ে থাকে।  [সিরাজুল হক]