মুহম্মদ মুকিম

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:৪৭, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

মুহম্মদ মুকিম (১৮শ শতক)  বাংলা ভাষার কবি।  চট্টগ্রাম জেলার নোয়াপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সৈয়দ মুহম্মদ দৌলত এবং পীর কবি  আলী রজা। তাঁদের পূর্বপুরুষগণ বর্তমান  ফেনী জেলার অধিবাসী ছিলেন। মুহম্মদ মুকিম শৈশবে পিতৃহারা হন এবং জীবনের প্রথম দিকে জমিদার আলী আকবর চৌধুরীর সেরেস্তায় কাজ করেন।

মুহম্মদ মুকিমের ফায়দুল মুকতদী কাব্যটি ১১৩৫ মঘী অব্দে (১৭৭৩) রচিত হয়। তাঁর অপর কাব্য  গুলে বকাওলীতে চট্টগ্রামে ইংরেজ শাসনের কথা আছে। কালাকাম, মৃগাবতী ও আইয়ুব নবীর কথা নামে তাঁর আরও তিনখানি কাব্যের নাম জানা যায়; তবে সেগুলির  পান্ডুলিপি এখনও আবিষ্কৃত হয়নি।

গুলে বকাওলী ও মৃগাবতী রোম্যান্সধর্মী কাহিনীকাব্য। এগুলি মৌলিক কাব্য নয়, ফারসি ও হিন্দি কাব্যের বঙ্গানুবাদ; উভয়ই পরীকাহিনী। গুলে বকাওলী-র কাহিনী বর্ণনার ফাঁকে ফাঁকে  ছন্দজ্যোতিষ, সঙ্গীতশাস্ত্র এমনকি, হিন্দু-মুসলমান ধর্ম ও নীতিকথারও উল্লেখ আছে। এতে তাঁর বিবিধ বিষয়ক জ্ঞানের পরিচয় পাওয়া যায়। কবির ভাষা অনাড়ম্বর, কিন্তু কবিত্ববর্জিত নয়। ফায়দুল মুকতদী ও আইয়ুব নবীর কথা ধর্ম পুস্তক; ইসলামের মর্মবাণী প্রচার এদুটি গ্রন্থ রচনার প্রধান উদ্দেশ্য ছিল।  [ওয়াকিল আহমদ]