মুকতা

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:৪৫, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

মুকতা  ভারতবর্ষে এবং বাংলায় মুসলিম শাসনের প্রাথমিক পর্যায়ে প্রাদেশিক শাসনকর্তাদের পদবী। মু্কতাকে কখনো মুকতিও বলা হতো।

দিল্লির সুলতানদের অধীনে প্রদেশের শাসনকর্তার পদবী ছিল ওয়ালী, মুকতা, নায়েব। সুলতানি আমলে মুহম্মদ বিন তুগলক এর সময়ে (১৩২৫-১৩৫১) মুকতা বা ওয়ালী কেবলমাত্র প্রদেশের বেসামরিক প্রশাসনের দায়িত্বে নিয়োজিত ছিলেন। তাঁর সময়ে বাংলার প্রদেশসমূহকে তিনটি উপ-বিভাগে বিভক্ত করে মুকতা বা ওয়ালীর উপর এই উপ-বিভাগের দায়িত্ব অর্পণ করা হয়েছিল। মুকতা বা ওয়ালীর কাজে সহযোগিতা করতেন অর্থ বিভাগের জন্য একজন ওয়াজির বা মুসতাওফির এবং সেনাপ্রশাসনের জন্য  আরিজ-ই-লস্কর।  [আবদুল করিম]