মাতৃ ও শিশু স্বাস্থ্য ট্রেনিং ইনস্টিটিউট

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:৪২, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

মাতৃ ও শিশু স্বাস্থ্য ট্রেনিং ইনস্টিটিউট  আজিমপুর মেটারনিটি সেন্টার হিসেবে সুপরিচিত, ১৯৫৩ সালে ঢাকার আজিমপুরে প্রতিষ্ঠিত। এটি শুরু হয়েছিল ২০টি শয্যা নিয়ে। ১৯৬০ সালে ইউনিসেফের আর্থিক সহায়তায় এটি ১০০ শয্যায় উন্নীত হয়। অবকাঠামোগত কারণে সুযোগ-সুবিধা প্রদানে সীমাবদ্ধতা সত্ত্বেও সীমিত সামর্থ্য নিয়ে এ ইনস্টিটিউট নিম্ন আয়ের মহিলাদের সন্তান প্রসবে এবং মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যায় বিশেষজ্ঞের সেবা প্রদান করে থাকে। জাপান সরকার ২০০০ সনের মধ্যে এর নতুন ধাপে সম্প্রসারণের জন্য অর্থ সহায়তা প্রদান করেছে। এর ফলে এটি ১৭৩ শয্যায় উন্নীত হয়েছে, যার মধ্যে ৮টি কেবিনসহ ৫২টি নন-পেয়িং বেড এবং ১২১টি পেয়িং বেড সংযুক্ত হয়েছে। এ ইনস্টিটিউটে চিকিৎসা শিক্ষা (clinical), প্রশিক্ষণ এবং প্রশাসনিক বিভাগ রয়েছে। এখানে প্রতিদিন গড়ে প্রায় ২০০ রোগীকে বহির্বিভাগের সেবা প্রদান করা হয়। এখানে ১৫ জন চিকিৎসক, ৩০ জন সহকারী এবং ১৩০ জন অন্যান্য কর্মচারী রয়েছে।  [মো. মুকবিল হোসেন]