মহববত খান

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:৪০, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

মহববত খান  বাংলার সুবাহদার (১৬২৫-১৬২৬ খ্রি.)। তিনি সম্রাট আকবর এর অধীনে একজন ‘আহাদী’ হিসেবে চাকরিতে যোগদান করেন, সম্রাট জাহাঙ্গীর এর অধীনে ৩,০০০ মনসবের মর্যাদায় আসীন হন এবং অবশেষে সম্রাট শাহজাহান এর নিকট থেকে ‘খান-ই-খানান’ উপাধি লাভ করেন। তাঁর পিতা গিওয়ার বেগ কাবুলি প্রথমে সিরাজ থেকে কাবুলে এবং পরে ভারতে আসেন।

অভিজ্ঞ সেনাপতি মহববত খান জাহাঙ্গীরের অধীনে বিভিন্ন পদ অলঙ্কৃত করেন। জাহাঙ্গীর তাঁকে শাহজাদা খুররমের (শাহজাহান) বিদ্রোহ দমনের দায়িত্ব প্রদান করেন। ১৬২৫ খ্রিস্টাব্দে তিনি বাংলার সুবাহদার নিযুক্ত হন এবং প্রায় এক বছর এই পদে বহাল থাকেন। জাহাঙ্গীরের নির্দেশে তিনি দারাব খানকে হত্যা করেন। সিংহাসনে আরোহণের পর শাহজাহান মহববত খানকে আজমীরের সুবাহদার নিযুক্ত করেন। পরে তাঁকে দাক্ষিণাত্যে বদলি করা হয়। তাঁর মৃত্যু ১৬৩৪ খ্রিস্টাব্দে।  [আবু তাহের]