মথুরানাথ তর্কবাগীশ

মথুরানাথ তর্কবাগীশ (আনু. ১৬শ শতকের মধ্যভাগ)  নব্যন্যায়ের অসাধারণ পন্ডিত। তিনি নবদ্বীপে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শ্রীরাম তর্কালঙ্কারও ছিলেন একজন বিখ্যাত নৈয়ায়িক। মথুরানাথ রামভদ্র সার্বভৌমের নিকট ন্যায়শাস্ত্র অধ্যয়ন করেন। তৎকালীন অপর দুই প্রখ্যাত নৈয়ায়িকের মধ্যে  জগদীশ তর্কালঙ্কার ছিলেন তাঁর সতীর্থ এবং হরিহর তর্কালঙ্কার তাঁর ছাত্র।

নব্যন্যায়ের আকরগ্রন্থসমূহের ওপর মথুরানাথ রচিত গ্রন্থরাজি এক সময় বাংলাদেশে ন্যায়চর্চার ক্ষেত্রকে সম্প্রসারিত করেছিল। অসাধারণ প্রজ্ঞা ও লেখনীশক্তির বলে তিনি পন্ডিতসমাজে এক বরেণ্য আসন লাভ করেছিলেন। মূল চিন্তামণির ওপর তাঁর রচিত মাথুরী টীকা অতি প্রসিদ্ধ এবং ন্যায়শাস্ত্রের অবশ্য পাঠ্য হিসেবে বিবেচিত। এটি ভারতের সর্বত্র সমাদৃত। এছাড়াও তিনি  রঘুনাথ শিরোমণি, উদয়ন ও বর্ধমানোপাধ্যায় রচিত কতিপয় গ্রন্থের টীকা ও ব্যাখ্যা রচনা করেন। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো: অনুমানদীধিতিমাথুরী, গুণদীধিতিমাথুরী, দ্রব্যকিরণাবলীটীকা, গুণকিরণাবলীটীকা, দ্রব্যপ্রকাশটীকা, গুণপ্রকাশবিবৃতি ইত্যাদি। তাঁর একটি মৌলিক গ্রন্থের নাম সিদ্ধান্তরহস্য।  [সত্যনারায়ণ চক্রবর্তী]