বার্ড, উইলিয়ম উইলবারফোর্স

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:২৮, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

বার্ড, উইলিয়ম উইলবারফোর্স (১৭৮৪-১৮৫৭)  ইস্ট ইন্ডিয়া কোম্পানির চুক্তিকৃত (Covenanted) চাকরিতে যোগদানের জন্য ১৮০৭ সালে কলকাতায় আগমন করেন। তাঁর পিতা উইলবারফোর্স বার্ড আঠারো শতকের আশি ও নববইয়ের দশকে বাংলায় কোম্পানির একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী ছিলেন। ১৮২০-এর দশকে একজন পদস্থ সরকারি কর্মকর্তা হিসেবে তিনি  রাজস্ব বোর্ড এর সংস্কার ও পুনর্বিন্যাসে এবং ১৮৩০-এর দশকের প্রথম দিকে জেলা প্রশাসন ব্যবস্থার সংস্কারে উল্লেখযোগ্য অবদান রাখেন। ১৮২৯ সালে সদর বোর্ড অব রেভিনিউর সদস্য নিযুক্ত হওয়ার আগে বার্ড জেলা ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন। ১৮৩৭ সালে তিনি গভর্নর জেনারেলের কাউন্সিলের সদস্য হন। ১৮৪২ সালে তিনি কাউন্সিল অব এডুকেশন-এর সভাপতি নিযুক্ত হন। দেশে শিক্ষাব্যবস্থার সংস্কারের লক্ষ্যে পূর্বেই এ কাউন্সিল গঠিত হয়েছিল। বাংলার প্রতি জেলায় একটি করে মডেল হাইস্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা মূলত উইলিয়ম বার্ডেরই ছিল। ১৮৪২ সালে তিনি বাংলার ডেপুটি গভর্নর নিযুক্ত হন। উইলবারফোর্স ১৮৪৪ সালে ভারতের ভারপ্রাপ্ত গভর্নর জেনারেল হিসেবে অবসর গ্রহণ করেন।  [সিরাজুল ইসলাম]