বাকখালী নদী

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:২৬, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

বাকখালী নদী (Bakkhali River)  কক্সবাজার জেলার একমাত্র গুরুত্বপূর্ণ নদী। চট্টগ্রাম ও আরাকান অঞ্চলকে বিভক্তকারী পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে নদীটি উত্তরমুখী প্রবাহিত হয়েছে। অতঃপর এটি পশ্চিমমুখী বাঁক নিয়ে রামু ও কক্সবাজার শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়ে মহেশখালী চ্যানেলে পতিত হয়েছে। রামু থেকে কক্সবাজার পর্যন্ত নদীটি জোয়ার-ভাটা প্রভাবিত এবং এর ঊর্ধ্ব অববাহিকার নদীখাত শুষ্ক মৌসুমে শুকিয়ে যায়। মে থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রায়শ এ নদীর নিম্ন অববাহিকা পাহাড়ী ঢলে জনিত বন্যা কবলিত হয়; বিশেষত রামু কক্সবাজার এলাকার প্লাবনভূমি, মোহনার কাছাকাছি এ নদীর উপর বাংলাদেশের প্রথম রাবার জাম নির্মাণ করা হয়। মিঠা পানির পা্রবাহ আটকে রেখে শীতকালীন সেচের মাধ্যমে কৃষি আবাদের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে নদীটির জোয়ারভাটা প্রভাবিত উপকহলীয় সমভূমি ব্যাপকভাবে লবণ ও চিংড়ি চাষের কাজে ব্যবহূত হয়।  [সিফাতুল কাদের চৌধুরী]