বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:২৫, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)  সেবা ও পণ্যদ্রব্যের মান নিয়ন্ত্রণের উদ্দেশ্যে গঠিত সংস্থা। ১৯৮৫ সালের জুলাই মাসে সরকারের একটি অধ্যাদেশ অনুযায়ী তেজগাঁও শিল্প এলাকায় সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। সরকারের অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা বিএসটিআই-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সংস্থাটির প্রাথমিক কার্যাবলীর মধ্যে রয়েছে সেবা ও পণ্যদ্রব্যের মাননিয়ন্ত্রণ, ওজন ও পরিমাপের আর্ন্তজাতিক একক সম্পর্কে পরিচিতি এবং মাননিয়ন্ত্রণ নিশ্চিতকরণ কার্যাবলী ও মেট্রোলজি সেবা উন্নতকরণ, সেবা ও পণ্যদ্রব্যের টেস্ট সুবিধা উপস্থাপন এবং জাতীয় মান প্রতিষ্ঠা ও উন্নতকরণ। ১৯৭৪ সালে এটি আর্ন্তজাতিক মান নিয়ন্ত্রণ সংস্থা (আইএসও)-এর সদস্য হয়। ঢাকায় মূল কার্যালয় ছাড়াও ৬টি বিভাগীয় শহরে সংস্থাটির আঞ্চলিক কার্যালয় রয়েছে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় ১টি করে টেস্টিং ল্যাবরেটরি ও মেট্রো্লজি ল্যাবরেটরি রয়েছে। বিএসটিআই-এর ছয়টি শাখা রয়েছে। এগুলো হচ্ছে: স্ট্যান্ডার্ড শাখা, ফিজিক্যাল শাখা, কেমিক্যাল শাখা, মেট্রোলজি শাখা, সার্টিফিকেশন মার্কস শাখা এবং অ্যাডমিনিস্ট্রেশন শাখা। এ ছয়টি শাখার এর অধীনে ১৭টি বিভাগ রয়েছে। আইএসও-৯০০০, আইএসও-১৪০০০-এর মতো সকল প্রধান আইএসও, সিএসি ও আইইসি সনদ গ্রহণের ব্যাপারে বিভিন্ন সংস্থা ও উদ্যোক্তাদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ প্রতিষ্ঠানটি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।  [ মোঃ হাসিনুর রহমান]