বাংলাদেশ শিশুস্বাস্থ্য ইনস্টিটিউট

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:২৫, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

বাংলাদেশ শিশুস্বাস্থ্য ইনস্টিটিউট  ঢাকার শেরে-বাংলা নগরে ঢাকা শিশু হাসপাতালের একটি প্রাতিষ্ঠানিক অঙ্গ হিসেবে ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। এই ইনস্টিটিউটে রয়েছে শিশুস্বাস্থ্যের ওপর প্রশিক্ষণ ও গবেষণার জন্য স্নাতকোত্তর ডিগ্রি কোর্স, যেমন এফ.সি.পি.এস (ফেলো অব দি কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস), দেড় বছর মেয়াদী; এম.ডি (ডক্টর অব মেডিসিন), তিন বছর মেয়াদী; এম.এস (মাস্টার অব সার্জারি), তিন বছর মেয়াদী এবং ডি.সি.এইচ (ডিপ্লোমা ইন চাইল্ড হেথল), এক বছর মেয়াদী।

পরিচালক প্রতিষ্ঠানের প্রধান। কারিগরি কর্মচারী ছাড়াও এখানে রয়েছে প্রায় ২০ জন সার্বক্ষণিক শিক্ষক এবং বিভিন্ন কোর্সে ৫০-১৫০ জন ছাত্রছাত্রী।  [এস.এম হুমায়ুন কবির]