বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:২৪, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট (বিপিআই)  বাংলাদেশ সরকারের জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ১৯৮১ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দেশের পেট্রোলিয়াম খাতের উন্নয়নের জন্য কাজ করে আসছে। দেশের পেট্রোলিয়াম সেক্টরে নিয়োজিত কর্মী ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণ প্রদান, হাইড্রোকার্বন প্রাপ্তির সম্ভাবনা ও উন্নয়নের ওপর অগ্রিম সমীক্ষা ও গবেষণা কার্যক্রম, কম্পিউটার ভিত্তিক তথ্য ব্যবস্থা গড়ে তোলা ও পরবর্তী অপারেশনাল কার্যক্রম এবং পেট্রোলিয়াম কার্যক্রমে জড়িত সংস্থাসমূহের প্রযুক্তিগত সহায়তা প্রদান ইত্যাদি উদ্দেশ্য নিয়েই এটি প্রতিষ্ঠা করা হয়। বিপিআই এ পর্যন্ত মোট ১৮১টি প্রশিক্ষণ কোর্স, সেমিনার ও কর্মশালার মাধ্যমে ২,৮২২ জন পেশাজীবীকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করেছে।

বিপিআই সাধারণত প্রতিবছর ভূতত্ত্ব, ভূ-পদার্থবিদ্যা, ভূ-রসায়ন, পেট্রোলিয়াম প্রকৌশল, খনন প্রকৌশল, কূপ লগিং, পাইপলাইন প্রকৌশল, পেট্রোলিয়াম ব্যবস্থাপনা, গ্যাস সঞ্চালন ও বণ্টন, হিসাব ও অর্থায়ন, প্রকল্প ব্যবস্থাপনা, নিরাপত্তা ও পরিবেশ প্রভৃতি বিষয়ে ১২/১৩টি প্রশিক্ষণ কোর্সের (সেমিনার ও ওয়ার্কশপসহ) আয়োজন করে থাকে। বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট তাদের প্রশিক্ষণ কোর্স দক্ষভাবে পরিচালনার জন্য নিজেদের জনশক্তি ছাড়াও স্থানীয় এবং বিদেশী দক্ষ পেশাজীবীদের প্রশিক্ষক হিসেবে আমন্ত্রণ জানিয়ে থাকে। তদ্রূপ বিপিআই তাদের অভিজ্ঞ প্রশিক্ষকদের সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষক প্রতিনিধি হিসেবে দেশেবিদেশে বিভিন্ন সংস্থায় প্রেরণ করে থাকে।

ঢাকা মহানগরীর উত্তরা মডেল টাউনে নিজস্ব আঙিনায় বিপিআই-এর দফতর অবস্থিত। এখানে রয়েছে আধুনিক কনফারেন্স হল, শ্রেণিকক্ষ, গ্রন্থাগার, ক্যাফেটারিয়া ও মিলনায়তন। কম্পিউটার ভিত্তিক তথ্য প্রক্রিয়াকরণ ও ব্যবস্থাপনা অর্থাৎ তথ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও অন্যান্য সংশ্লিষ্ট কার্যক্রমের সুব্যবস্থাও বিপিআই-এর রয়েছে।  [রফিকুল ইসলাম]