বন্দ্যোপাধ্যায়, নিখিল

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:২০, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

বন্দ্যোপাধ্যায়, নিখিল (১৯৩০-১৯৮৯)  সেতারশিল্পী। তাঁর জন্ম কলকাতায়। পিতা জীতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন সঙ্গীতজ্ঞ এবং তাঁর নিকটেই নিখিলের সঙ্গীতে  হাতেখড়ি হয়। তিনি অল্প বয়সেই সেতারে এত দক্ষতা অর্জন করেন যে, মাত্র সাত বছর বয়সে সারা বাংলায়  সেতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন।

নিখিল বন্দ্যোপাধ্যায় ময়মনসিংহের গৌরীপুরের জমিদার বীরেন্দ্রকিশোর রায়চৌধুরীর নিকট সঙ্গীতে তালিম নেন। পরে ওস্তাদ আলাউদ্দিন খাঁর শিষ্যত্ব গ্রহণ করে তিনি তাঁর নিকটও  সঙ্গীত শিক্ষা করেন। মূলত ওস্তাদ আলী আকবর খানের নিকট তিনি দীর্ঘদিন সঙ্গীতে তালিম নেন। সঙ্গীতশিক্ষা শেষ করে নিখিল কলকাতায় তানসেন সঙ্গীত সম্মেলনে যন্ত্র বাজিয়ে সঙ্গীতজ্ঞ হিসেবে স্বীকৃতি লাভ করেন। তিনি অস্ট্রেলিয়া, আফগানিস্তান, প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন, ইউরোপ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিশ্বের বহু দেশে সেতার পরিবেশন করে ভূয়সী প্রশংসা অর্জন করেন। তিনি ক্যালিফোর্নিয়ার বার্কলে শহরে আমেরিকান সোসাইটি ফর ইস্টার্ন আর্টস সামার স্কুলে বিদেশী শিক্ষার্থীদের দীর্ঘদিন সঙ্গীতে তালিম দেন। এভাবেই তিনি ভারতীয় যন্ত্রসঙ্গীতের সঙ্গে বিদেশীদের পরিচিত করে তোলেন। সঙ্গীতে অসাধারণ কৃতিত্বের জন্য ১৯৬৮ সালে ভারত সরকার তাঁকে ‘পদ্মশ্রী’ উপাধিতে ভূষিত করে।  [মোবারক হোসেন খান]