বখশ, মাদার

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:১৮, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

বখশ, মাদার (১৯০৫-১৯৬৭)  রাজনীতিবিদ ও সমাজসেবক। নাটোর জেলার সিংড়া থানার স্থাপনদিঘি গ্রামে এক  কৃষক পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ১৯২৬ সালে রাজশাহী কএলজ থেকে বি.এ, ১৯২৮ সালে কলকাতা বিশঙ্কবিদঞ্ঝালয় থেকে ইতিহাসে এম.এ পাস করেন এবং ১৯২৯ সালে রিপন কলেজ থেকে বি.এল ডিগ্রি লাভ করেন। তাঁর শিক্ষা জীবনের ব্যয় তিনি নিজেই পরিশ্রম করে অর্জন করেন।

তিনি কর্মজীবন শুরু করেন রাজশাহী জজকোর্টে আইন ব্যবসায় যোগদানের (১৯৩৪) মাধ্যমে। মাদার বখশ ১৯৪৬ সালের সাধারণ নির্বাচনে মুসলিম লীগএর প্রার্থী হিসেবে আইনসভার সদস্য নির্বাচিত হন। ১৯৫০ থেকে ১৯৫৬ পর্যন্ত তিনি রাজশাহী পৌরসভার চেয়ারম্যান ছিলেন। তাঁর সময় রাজশাহী পৌরসভার ব্যাপক উন্নতি সাধিত হয়। এই সময় রাজশাহীতে বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। তিনি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সংগঠক। তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁর নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রাবাস ও শহরের একটি সড়কের নামকরণ করা হয়। তাঁর নামে আরও স্থাপিত হয়েছে ‘মাদার বখশ আইডিয়াল স্কুল’ (১৯৮৬) ও ‘মাদার বখশ গার্হস্থ্য অর্থনীতি মহিলা কলেজ’ (১৯৮৬)। ১৯৬৭ সালের ২০ জানুয়ারি তাঁর মৃত্যু হয়। [এস.এম আবদুল লতিফ]