ফালি চাষ

Mukbil (আলোচনা | অবদান) কর্তৃক ১০:০১, ১৫ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে সংশোধিত সংস্করণ
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

ফালি চাষ (Strip Cropping)  সরু ফালি আকারে মাঠশস্য জন্মানোর পদ্ধতি। বায়ু প্রবাহের দিকে সমকোণে বা ভূখন্ডের স্বাভাবিক ঢাল অনুসরণ করে এ পদ্ধতিতে শস্য লাগানো হয়, যাতে  বায়ু ও পানিপ্রবাহ দ্বারা সংঘটিত ভূমিক্ষয় রোধ করা যায়। অন্যভাবে বলা যায়, ভূমিক্ষয় (যেমন- পাহাড়ের পার্শ্বদেশে) পরিহার করতে সরু সারিতে পর্যায়ক্রমে বিভিন্ন শস্য জন্মানোর পদ্ধতি। বাংলাদেশে সাধারণত ফালি পদ্ধতিতে চাষ করা হয় না। সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও মধুপুর অঞ্চলের পাহাড়ে ধান ও শাকসবজির আবাদ করতে কখনও কখনও এ পদ্ধতি অনুসরণ করা হয়।  [দিদার-উল-আলম]

আরও দেখুন জুমচাষ