ফতেহ আলী ওয়াসি

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:১৬, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

ফতেহ আলী ওয়াসি (১৮২০-১৮৮৬)  সুফি সাধক ও  ফারসি ভাষার কবি। চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার আমিরা বাজার গ্রামে তাঁর জন্ম। তাঁর পিতা ওয়ারেস আলীও ছিলেন একজন সুফি সাধক। সৈয়দ আহমদ ব্রেলভী উনিশ শতকের বিশের দশকে ব্রিটিশদের বিরুদ্ধে যে জেহাদের ডাক দিয়েছিলেন, তাতে অংশগ্রহণকারী বাঙালিদের একজন ছিলেন ওয়ারেস আলী। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে বালাকোটের যুদ্ধে শহীদ হন।

ফতেহ আলী হুগলি মাদ্রাসা ও কলকাতা মাদ্রাসায় লেখাপড়া করেন। অল্প বয়সেই তিনি সুফিবাদের  কাদেরিয়া,  চিশতিয়া ও  নকশবন্দিয়া তরিকার মিশ্র প্রভাবে একজন আধ্যাত্মিক সাধক হয়ে ওঠেন। তবে আধ্যাত্মিক সাধনার পাশাপাশি তিনি ফারসি ভাষায় কাব্যচর্চাও করেন। তাঁর সাহিত্যিক ছদ্মনাম ছিল ‘ওয়াসি’ এবং এ থেকেই তিনি ফতেহ আলী ওয়াসি নামে পরিচিত হন। তাঁর দিওয়ান-ই-ওয়াসি মহাকাব্য ফারসি কবি হিসেবে তাঁকে ব্যাপক খ্যাতি এনে দেয়। সাহিত্যিক গুরুত্ব বিচারে কাব্যটি ঢাকাসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ফারসি পাঠক্রমের অন্তর্ভুক্ত হয়। পরবর্তীকালে ওয়াসি স্থায়িভাবে বসবাসের জন্য মুর্শিদাবাদ চলে যান এবং ১৮৮৬ সালে কলকাতায় তাঁর মৃত্যু হয়। [মোহাম্মদ ফরিদউদ্দীন খান]