ফকির মসজিদ

ফকির মসজিদ  চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলা সদরে দেওয়ান নগর মৌজায় একটি বাজারের পাশে অবস্থিত। এটি একটি ছয় গম্বুজ বিশিষ্ট মসজিদ। মসজিদ সংলগ্ন একটি ভাঙা শিলালিপি থেকে অনুমান করা হয় যে, মসজিদটি বারবক শাহ এর পুত্র সুলতান শামসুদ্দীন ইউসুফ শাহ এর শাসনামলে (১৪৭৪-১৪৮১ খ্রি.) নির্মিত।

স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, মসজিদটি দীর্ঘকাল পরিত্যক্ত অবস্থায় ছিল। ফলে এটি গজিয়ে ওঠা ঝোপঝাড়ে ঢাকা পড়ে যায়। পরে একজন মুসলিম ফকির মসজিদটি সংস্কার করে একে নিয়মিত ব্যবহারযোগ্য করে তোলেন। এর পর থেকেই এটি ফকিরের মসজিদ নামে পরিচিতি লাভ করে। মসজিদের আঙিনায় উক্ত ফকিরের মাযারও রয়েছে।

মসজিদের বাইরের আয়তন ১৪.৬৩ মি × ১০.৬৬ মি এবং ভেতরের দিকে ১১.৬৫ মি × ৭.৫৪ মি। মসজিদের চারকোণে রয়েছে চারটি সংলগ্ন বুরুজ। এর সঙ্গে সঙ্গতি রেখে নির্মিত হয়েছে মসজিদের কেন্দ্রীয় মিহরাবটি। মিহরাবটিও নির্মিত হয়েছে একটি আধা উঁচু সংলগ্ন বুরুজবৎ প্রকোষ্ঠে। মসজিদের সকল বুরুজ বা মিনার অষ্টকোণাকৃতি, যা ঊর্ধমুখী ছাদ-পাঁচিল পেরিয়ে উপরে উঠে গেছে ও শীর্ষদেশ আবৃত করে আছে একটি করে ছোট গম্বুজ। পূর্ব দেওয়ালে খুব নিচু ও সূঁচালো বহির্মুখী তিনটি খিলান রয়েছে। নামাজের হলঘরটি দুটি স্তম্ভসারি দ্বারা তিনটি চত্বরে বিভক্ত। কেন্দ্রীয় মিহরাবটি অন্য দুপার্শ্বর মিহরাব দুটির তুলনায় বড়। এর কুলুঙ্গিটি শিকল ও ঘন্টার মোটিফ দ্বারা অলঙ্কৃত।  [শামসুল হোসেন]