প্রাণী সম্পদ অধিদপ্তর

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:১৫, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

প্রাণিসম্পদ অধিদপ্তর (Department of Livestock Services) প্রাণিসম্পদ সংরক্ষণ, উন্নয়ন ও সম্প্রসারণ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত একটি সরকারি বিভাগ। এর মূল লক্ষ্য গবাদি প্রাণি ও হাঁস-মুরগি পালন, এগুলির উৎপন্ন সামগ্রী রক্ষণাবেক্ষণ ও বিক্রয়ের মাধ্যমে আমিষের চাহিদাপূরণ এবং লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। ১৮৯৩ সালে এ বিভাগের কার্যক্রম শুরু হয় বেসামরিক প্রাণিচিকিৎসা বিভাগের মাধ্যমে, যার প্রধান ছিলেন তৎকালীন সরকারের প্রাণিচিকিৎসা উপদেষ্টা। একই বছর বেঙ্গল প্রাণিচিকিৎসা ইনস্টিটিউট এবং প্রাণিচিকিৎসা হাসপাতালও প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা ছিলেন একজন ব্রিটিশ পশুচিকিৎসক জে.এইচ.বি হোলেন, যিনি ভারত ও বাংলায় বেসামরিক পশুচিকিৎসা কার্যক্রম চালু করেছিলেন। ভারত বিভক্তির পর ১৯৪৮ সালে এ বিভাগকে পূর্ব পাকিস্তানের পশুপালন দপ্তর হিসেবে পুনর্বিন্যাস করা হয়। ১৯৬০ সালে আবারও একে পুনর্গঠন করে নামকরণ করা হয় প্রাণিসম্পদ অধিদপ্তর। তদানীন্তন পূর্ব পাকিস্তান সরকার এবং পরবর্তীকালে বাংলাদেশ সরকার এটির বর্তমান কাঠামো গড়ে তোলে। অধিদপ্তরের বর্তমান ঠিকানা: প্রাণিসম্পদ ভবন, কৃষিখামার সড়ক, ফার্মগেট, ঢাকা-১২১৫।

অধিদপ্তরের মহাপরিচালক সহায়ক কর্মকর্তাদের (মোট সংখ্যা প্রায় ৮,৪২৬) সহযোগিতায় অধিদপ্তরের কার্যক্রম পরিচালনা করেন। প্রাণিসম্পদ ও হাঁস-মুরগি পালনের ক্ষেত্রে উন্নয়ন ত্বরান্বিত করার জন্য অধিদপ্তর বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট, বাংলদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য গবেষণা সংস্থার সঙ্গে বিভিন্ন প্রযুক্তির উন্নয়ন ও সম্প্রসারণের যৌথ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।  [কাজী আবদুল ফাত্তাহ্]