পাঠান, মুহম্মদ হানিফ

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:০৭, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

পাঠান, মুহম্মদ হানিফ (১৯০০-?)  লোকসাহিত্য সংগ্রাহক ও গবেষক। ১৩০৭ বঙ্গাব্দের (১৯০০) ২৩ চৈত্র  ঢাকা জেলার রায়পুরা থানার দেওয়ানচর গ্রামে মাতুলালয়ে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস ছিল ওই অঞ্চলেরই বটেশ্বর গ্রামে।

মুহম্মদ পাঠান ঢাকা নর্মাল স্কুল থেকে নর্মাল পরীক্ষা (১৯২১) পাস করে স্কুলশিক্ষক হিসেবেই জীবন অতিবাহিত করেন। গ্রামজীবনের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি  লোকসাহিত্য সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জন করেন এবং লোকসাহিত্য সংগ্রহ ও তার আলোচনার মাধ্যমে কয়েকখানি গুরুত্বপূর্ণ পুস্তকও প্রকাশ করেন। দুই খন্ডে সমাপ্ত বাংলা প্রবাদ-পরিচিতি তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ; পল্লীসাহিত্যের কুড়ান মানিক (১৯৩৭) প্রবাদ বিষয়ক তাঁর অপর সংকলন-গ্রন্থ। এদেশের সর্বোচ্চ সংখ্যক প্রবাদ তিনিই সংগ্রহ ও সেগুলির মূল্যায়ন করেন। প্রবাদগুলি থেকে বাংলার জনসাধারণের বিচিত্র জীবন ও বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়।   [ওয়াকিল আহমদ]