পল্লী উন্নয়ন একাডেমী

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:০৫, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

পল্লী উন্নয়ন একাডেমী  পল্লী উন্নয়ন বিষয়ক একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান। বগুড়া জেলার শেরপুর উপজেলা সদরে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এই স্বায়ত্তশাসিত সংস্থাটি একটি পরিচালকমন্ডলী কর্তৃক পরিচালিত। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এ পরিচালক বোর্ডের সভাপতি থাকেন। বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি ছাড়াও পল্লী উন্নয়ন একাডেমী গ্রামোন্নয়ন বিষয়ক গবেষণা প্রকল্প পরিচালনা করে থাকে।

পল্লী উন্নয়ন একাডেমী নিজস্ব উদ্যোগে তিনটি দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করে। এ কর্মসূচির মধ্যে রয়েছে পশুপালন ও হাঁসমুরগি পালন, উদ্যানবিদ্যার নার্সারি, মৎস্যচাষ, বসতবাড়ির বাগান, সেচকৌশল। এ সকল প্রশিক্ষণ কর্মসূচিতে সরকারি কর্মচারী, পল্লী বিষয়ক দপ্তরসমূহের কর্মকর্তা ছাড়াও স্থানীয় প্রতিনিধি, স্থানীয় নেতা, সমবায় সমিতি ও এনজিওর সদস্য, কৃষক, বেকার যুবক ও মহিলারা অংশগ্রহণ করে থাকে।

একাডেমী বিশেষ প্রশিক্ষণ কোর্সেরও ব্যবস্থা করে, যেমন (১) সেচ ব্যবস্থাপনা কর্মসূচি; (২) পল্লী উন্নয়ন বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স; (৩) বিকেন্দ্রীকৃত প্রশাসনিক ব্যবস্থা বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স; (৪) কম্পিউটার চালনা সংক্রান্ত ওরিয়েন্টেশন কোর্স।

এই একাডেমীর প্রধান নির্বাহী হলেন মহাপরিচালক। তিনি একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। আরও আছেন অতিরিক্ত মহাপরিচালক, যুগ্ম পরিচালকগণ, উপপরিচালকগণ, সহকারি পরিচালকগণ এবং পর্যাপ্ত সংখ্যক কর্মচারী। একাডেমীর চত্বরটি ছোট হলেও এতে রয়েছে আবাসিক কোয়ার্টার, ডর্মেটরি, লাইব্রেরি, অডিটোরিয়াম, সম্মেলনকেন্দ্র ও অন্যান্য সুযোগ সুবিধাদি।  [গোলাম মোস্তাকিম]