পর্বত পাদদেশীয় সমভূমি

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:০৪, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

পর্বত পাদদেশীয় সমভূমি (Piedmont Plain)  হিমালয়ের কুমায়ুন পর্বত শৃঙ্গের পাদদেশ ও গাঙ্গেয় সমভূমির মধ্যভাগে অবস্থিত। এই সমভূমিতে দেশের দুটি সুনির্দিষ্ট ভূ-প্রাকৃতিক বলয়- ভাবর ও তেরাই অন্তর্ভুক্ত যাদের প্রতিটি দশ থেকে পঁচিশ কিলোমিটার পর্যন্ত প্রশস্ত। সচরাচর বনভূমি দ্বারা আচ্ছাদিত ভাবর ভূখন্ড একটি সংকীর্ণ এলাকা নিয়ে গঠিত এবং এর অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এখানে জলাভূমি পুরোপুরি অনুপস্থিত। অন্যদিকে বনভূমি এবং কৃষিভূমির মধ্যভাগে তেরাই ভূখন্ড অবস্থিত। এর প্রশস্ততা বিভিন্ন অংশে বিভিন্ন। জলাভূমির বৈশিষ্ট্যপূর্ণ তেরাই ভূমি নলখাগড়া ও তৃণভূমি দ্বারা আবৃত। এই অঞ্চলের মৃত্তিকা আর্দ্র পাললিক উপাদান দ্বারা গঠিত এবং শিলা উপস্থিতির কোন চিহ্ন এখানে দেখা যায় না।

হিমালয়ের পাদদেশ বরাবর পূর্ব এবং পশ্চিমে পর্বত পাদদেশীয় সমভূমি কতদূর পর্যন্ত বিস্তৃত সে ব্যাপারে সুনির্দিষ্টভাবে বলার জন্য পর্যাপ্ত তথ্য পাওয়া যায় না। নেপালে এই সমভূমি পূর্বে কালি থেকে মেচি (Mechi) পর্যন্ত বিস্তৃত যেখানে সাধারণ বৈশিষ্ট্যসমূহ কুমায়ুন পর্বতপাদদেশের বৈশিষ্ট্যের সমরূপ। তিস্তা নদীর পূর্বভাগে হিমালয়ের সাথে সমান্তরালে সর্বত্র এই ভূভাগ দৃশ্যমান নয়, তবে পর্বতের সঙ্গে বহির্দিকে অভিক্ষিপ্ত     (salient) এবং পুনর্বহিঃঅভিক্ষিপ্ত (resalient) কোণ হিসেবে অনিয়মিতভাবে এই ভূখন্ড বিদ্যমান থাকতে দেখা যায়। আসাম ও রংপুরের এলাকার সীমিত অংশে এই ভূভাগ মালভূমি এলাকায় দেখা যায় যাকে পর্বত জোয়ার নামে অভিহিত করা হয়। পর্বত জোয়ার ভূভাগ উল্লেখযোগ্য পরিমাণে উত্থিত, পার্শ্বস্থ ভূভাগ থেকে পুরোপুরি পৃথক, পর্বত থেকে দুর্গম এবং কর্দম শিলা দ্বারা আবৃত। [আ.স.ম উবাইদ উল্লাহ]