নারায়ণগঞ্জ সিটি করপোরেশন

Mukbil (আলোচনা | অবদান) কর্তৃক ০৬:১৮, ২ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে সংশোধিত সংস্করণ
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নারায়ণগঞ্জ পৌরসভাকে (মিউনিসিপ্যালিটি) ২০১১ সালের ৫ মে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে রূপান্তর করা হয়। নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ পৌর এলাকা এবং বন্দর উপজেলার কমদরসূল পৌরসভাকে নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠিত হয়।

সিদ্ধিরগঞ্জ পৌরসভাকে বিলুপ্ত করে এর ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডকে সিটি করপোরেশনের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড হিসাবে ঘোষণা করা হয়েছে। সিদ্ধিরগঞ্জের পাইনাদী পূর্ব অংশ মিজমিজি বাতান পাড়াকে ১ নম্বর ওয়ার্ড করা হয়েছে। ১ থেকে ৩ নম্বর ওয়ার্ডকে সংরক্ষিত মহিলা আসন হিসেবে তালিকা ভুক্ত করা হয়েছে। নারায়ণগঞ্জ পৌরসভা বিলুপ্ত করে এর ৯টি ওয়ার্ডকে সিটি করপোরেশনের ১০ থেকে ১৮ নম্বর ওয়ার্ড হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এই পৌরসভার সংরক্ষিত তিনটি মহিলা ওয়ার্ডকে ৪ থেকে ৬ নম্বর ওয়ার্ড হিসাবে ঘোষণা করা হয়। বন্দর উপজেলার কদম রসূল পৌরসভাকে বিলুপ্ত করে এর ৯টি ওয়ার্ডকে সিটি করপোরেশনের ১৯ থেকে ২৭ নম্বর ওয়ার্ড হিসেবে তালিকাভুক্ত করা হয়। এই পৌরসভার তিনাট মহিলা ওয়ার্ডকে সিটি করপোরেশনের ৭ থেকে ৯ নম্বর ওয়ার্ড হিসাবে ঘোষণা করা হয়।

এক নজরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন
পৌরসভা গঠিত হয় ৮ সেপ্টম্বও ১৮৭৬
সিটি কর্পোরেশনে উন্নীত করা হয় ৫ মে ২০১১
নির্বাচিত প্রথম মেয়র (জনগণ দ্বারা) সেলিনা হায়াৎ আইভি
জনসংখ্যা ৫,৪০,০০০
ওয়ার্ড সংখ্যা ২৭
ওয়ার্ড কমিশনার ২৭
মহিলা ওয়ার্ড কমিশনার
রাস্তা ১০৫.৮৯ কিমি

সূত্র নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মাঠ পর্যায়ের তথ্য।

[তপন পালিত]