দোনাগাজী চৌধুরী

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২১:৪৭, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

দোনাগাজী চৌধুরী (১৬শ শতক)  মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একজন কবি। তাঁর কাব্যের একটি ভণিতা থেকে জানা যায় যে, তাঁর বাসস্থান ছিল ভারতের ত্রিপুরা রাজ্যের ‘দোল্লাই’ (বর্তমান ধোলাই) নামক স্থান।

দোনাগাজীর প্রধান পরিচয় রোম্যান্টিক প্রণয়োপাখ্যানের কবি হিসেবে। তাঁর রচিত সয়ফুলমুলুক বদিউজ্জামাল দীর্ঘ আখ্যানমূলক প্রেমকাব্য। এর মূল উৎস আরবি আলেফ-লায়লা ওয়া লায়লা গ্রন্থ। ফারসি ও তুর্কি ভাষায় এ কাহিনী অনুলিখিত হয়েছে। ভারতের কবি মহফিল ফারসিতে এবং গাওয়াসি দাকিনি উর্দুতে সয়ফুলমুলুক বদিউজ্জামাল  রচনা করেন। দোনাগাজী ফারসির অনুসরণে বাংলা ভাষায় তাঁর কাব্য রচনা করেন বলে ধারণা করা হয়।

আলাওলসহ আরও দুজন কবি ইব্রাহিম ও মালে মোহাম্মদ একই বিষয় নিয়ে পৃথক পৃথক আখ্যানকাব্য রচনা করেন, কিন্তু দোনাগাজীই এ ধারার প্রথম কবির মর্যাদা পেয়ে আসছেন। তিনি এ কাব্যকে ‘বিরহের পুথি’ বলে আখ্যায়িত করলেও এটি একটি মিলনান্তক প্রণয়কাব্য। তবে মানবপুত্রের সঙ্গে পরীকন্যার প্রণয় ও পরিণয়ের মাধ্যমে মিলনের মাঝে অনেক বাধাবিঘ্ন, দুঃখকষ্ট ও বিরহ-বিচ্ছেদের বর্ণনা আছে।  [ওয়াকিল আহমদ]