তিপারা পৃষ্ঠ

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২১:৩০, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

তিপারা পৃষ্ঠ (Tippera Surface)  ভারতের ত্রিপুরা পাহাড়ের পশ্চিমে অবস্থিত বাংলাদেশের কুমিল্লা জেলার একটি অংশ। সাম্প্রতিককালে অঞ্চলটি সংলগ্ন প্লাবনভূমির তুলনায় ১.২২ মি থেকে ১.৮৩ মি উত্থিত হয়েছে। এটি ত্রিপুরা-নোয়াখালী কর্দম সমভূমি নামেও পরিচিত। উত্থিত অঞ্চলে বর্তমানে যে জলনিষ্কাশন প্রণালী গড়ে উঠেছে তা প্রধানত কৃত্রিম। প্রায় চতুর্ভুজ আকৃতির জালের মতো ছড়ানো এ নিষ্কাশন খালগুলো সেচের উদ্দেশ্যে খনন করা হয়েছে। এর বিপরীতে সাম্প্রতিককালের প্লাবনভূমিতে বেণিসদৃশ বিসর্পিল (meander) নিষ্কাশন প্যাটার্ন পরিদৃষ্ট হয়। ত্রিপুরা পাহাড়ের পার্বত্য অঞ্চলে পানি নিষ্কাশন প্যাটার্ন বৃক্ষসদৃশ (dendritic)। তিপারা পৃষ্ঠের মাটি প্লাবনভূমির অবক্ষেপের তুলনায় সামান্য অধিক জারিত।  [এম আবু বকর]