ঢাকা বিশ্ববিদ্যালয় পত্রিকা

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২১:২১, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

ঢাকা বিশ্ববিদ্যালয় পত্রিকা  একটি গবেষণাধর্মী পত্রিকা। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে এবং এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি ১৯৮৮-র অক্টোবর পর্যন্ত এ পদে অধিষ্ঠিত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়েরই বিভিন্ন অধ্যাপক এ দায়িত্ব পালন করে আসছেন। সম্পাদককে সহায়তা করার জন্য একটি সম্পাদনা পরিষদ রয়েছে।

পত্রিকাটি প্রথম চার বছর (১৯৭৩-১৯৭৬) বছরে একবারমাত্র ডিসেম্বরে প্রকাশিত হতো। ১৯৭৭-১৯৮৩ পর্যন্ত বছরে দুবার জুন ও ডিসেম্বর এবং ১৯৮৪-তে জুন ও অক্টোবর সংখ্যা হিসেবে দুবার প্রকাশিত হয়। ১৯৮৫ থেকে এটি ফেব্রুয়ারি, জুন ও অক্টোবর সংখ্যা হিসেবে বছরে তিনবার প্রকাশিত হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের অর্থানুকূল্যে প্রকাশিত এটিই একমাত্র পত্রিকা যা এ বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ পেয়ে থাকেন। এ পত্রিকায় প্রকাশিত প্রবন্ধাবলির বিষয়বৈচিত্র্যও সর্বাধিক। সাহিত্য, ইতিহাস, ধর্ম, দর্শন, চারুকলা, সঙ্গীত, ব্যবসা-বাণিজ্য, আইন, বিজ্ঞান, সামাজিক-বিজ্ঞান, জীববিজ্ঞান, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি যেকোনো বিষয়ে বাংলায় লেখা গবেষণামূলক প্রবন্ধ পত্রিকায় প্রকাশের জন্য গৃহীত হয়। প্রকাশের জন্য দুকপি পান্ডুলিপি জমা দিতে হয়। সম্পাদনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রবন্ধগুলি পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট বিষয়-বিশেষজ্ঞদের নিকট পাঠানো হয় এবং তাঁদের মতামতের ভিত্তিতে সেগুলি প্রকাশ করা হয়।

১৯৯৭ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় পত্রিকায় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও উক্ত বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষকদের গবেষণা-নিবন্ধই প্রকাশিত হতো। বর্তমানে এ ধরনের কোনো শর্ত নেই; যেকেউ মানসম্মত গবেষণা-নিবন্ধ এ পত্রিকায় প্রকাশ করতে পারেন। বাংলাদেশের অভ্যুদয়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণাধর্মী প্রকাশনার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় পত্রিকার অবদান সর্বাধিক।  [নূরুর রহমান খান]