ঠাকুর, গণেন্দ্রনাথ

Mukbil (আলোচনা | অবদান) কর্তৃক ১০:১৩, ২২ ডিসেম্বর ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)
গণেন্দ্রনাথ ঠাকুর

ঠাকুর, গণেন্দ্রনাথ (১৮৪১-১৮৬৯)   হিন্দুমেলা প্রতিষ্ঠাতাদের অন্যতম এবং মূলত একজন জাতীয়তাবাদী ব্যক্তিত্ব। কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে তাঁর জন্ম। তিনি ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্র এবং রক্ষণশীল জাতীয়তাবাদী আন্দোলনের একজন সংগঠক।

তিনি ভারতবর্ষে ব্রিটিশ শাসনের বিপক্ষে ছিলেন না, এমনকি অন্য জাতি বা সম্প্রদায়ের সঙ্গে কোনোরূপ বিরোধে না গিয়েও তিনি হিন্দু সংস্কৃতি ও দেশীয় উৎপাদন ব্যবস্থায় আস্থাশীল এক জাতীয়তাবাদী চেতনার জন্ম দেন। তিনি হিন্দু এবং ব্রাহ্ম উভয় ধর্ম ও বর্ণের প্রথা অনুসরণ করতেন। সঙ্গীত, নাট্য এবং জাতীয়তাবাদী চেতনার ক্ষেত্রে অবদানের জন্যই তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন। তিনি হিন্দুমেলার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন এবং এর সাংগঠনিক ও অর্থায়ন কাজে নবগোপাল মিত্রকে সাহায্য করেন। হিন্দুমেলার উদ্দেশ্য ছিল দেশীয় সংস্কৃতি ও উৎপাদন ব্যবস্থার মাধ্যমে দেশপ্রেমের মনোভাব সৃষ্টি করা। তিনি অনেক  দেশাত্মবোধক গান রচনা করেছেন, যার একটি হিন্দুমেলার উদ্বোধনী সঙ্গীত হিসেবে গাওয়া হয়েছিল। গণেন্দ্রনাথ একজন অত্যুৎসাহী লেখক ছিলেন। তিনি কালিদাসের বিক্রমোর্বশীয় (১৮৬৯) নাটক বাংলায় অনুবাদ করেন।  [সিরাজুল ইসলাম]