ঝুলন

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২১:১১, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

ঝুলন  প্রধানত বৈষ্ণব সম্প্রদায়ের একটি উৎসব। এটি প্রায়  দোলযাত্রা বা হোলির অনুরূপ এবং রাধাকৃষ্ণের ঝুলন উৎসব নামেও পরিচিত। দোল এবং ঝুলনের উদ্দেশ্যও প্রায় অভিন্ন। শ্রাবণ মাসের শুক্লা একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত পাঁচ দিন ধরে এ অনুষ্ঠান চলে।

ঝুলন উৎসবে প্রধানত রাধাকৃষ্ণের প্রতীক বা অন্য কোনো বৈষ্ণব বিগ্রহকে দোলনায় চড়িয়ে দোল দেওয়া হয়। পশ্চিমবঙ্গের হিন্দু নারীরা গভীর উৎসাহের সঙ্গে এ উৎসব পালন করে। সেখানে বর্তমানে বৈষ্ণবভক্ত ছাড়া অন্যান্যর মধ্যেও এর ব্যাপ্তি ক্রমাগত ছড়িয়ে পড়ছে।  [সমবারু চন্দ্র মহন্ত]