জৌনপুরী, হাফিজ আহমদ

Mukbil (আলোচনা | অবদান) কর্তৃক ০৯:৫০, ১৮ ডিসেম্বর ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

জৌনপুরী, হাফিজ আহমদ (১৮৩৪-১৮৯৯)  বাগ্মী ও সমাজকর্মী। পিতা মওলানা কেরামত আলী জৌনপুরী। তিনি ১৮৩৪ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম আহমদ। তিনি অতি অল্প বয়সে কুরআন শরীফ কণ্ঠস্থ করেছিলেন বলে হাফিজ শব্দটি তাঁর নামের সাথে সম্পৃক্ত হয়ে যায়। শাস্ত্রীয় বিদ্যার চাইতে অধ্যাত্ম তত্ত্বে তিনি অধিক বুৎপত্তি অর্জন করেছিলেন। ১৮৮২ সালে পবিত্র হজ্জ পালনের সময় তিনি হিজাজে বিপুল সংবর্ধনা লাভ করেন। ভোলা জেলার দৌলতখানে তাঁর উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় মাদ্রাসা ও ঈদগাহ প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন এলাকার লক্ষ লক্ষ মানুষ এই ঈদগাহে জমায়েত হতেন। সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনের স্বীকৃতি স্বরূপ তিনি ব্রিটিশ সরকারের তরফ থেকে অনেকগুলি প্রশংসাপত্র লাভ করেছিলেন। ১৮৯৯ সালের ২৬ জানুয়ারি ঢাকার সদরঘাটে তাঁর মৃত্যু হয়। চকবাজার শাহী জামে মসজিদের দক্ষিণ পার্শ্বে তাঁর মাযার অবস্থিত।  [মো. আফাজ উদ্দীন]