জৌনপুরী, আবদুল বাতিন

Mukbil (আলোচনা | অবদান) কর্তৃক ০৯:৩৭, ১৮ ডিসেম্বর ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

জৌনপুরী, আবদুল বাতিন (১৯০০-১৯৭৩)  আলেম ও লেখক। ১৯০০ সালে উত্তর ভারতের জৌনপুর শহরে মোল্লাটোলা মহল্লায় তিনি জন্মগ্রহণ করেন। তিনি মওলানা  আবদুল আউয়াল জৌনপুরী ও ফাখিরা বিবির পুত্র এবং মওলানা কেরামত আলীর পৌত্র। জৌনপুরে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করার পর ভারতের বিভিন্ন মাদ্রাসায় ইসলামী শাস্ত্রে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। অধ্যয়ন শেষে পিতার সাহচর্যে বাংলাদেশে ধর্মীয়-সামাজিক সংস্কার ও ইসলাম প্রচার কার্যে অংশগ্রহণ করেন এবং আমৃত্যু এ ব্রত অব্যাহত রাখেন। তিনি অনেকগুলি গ্রন্থের রচয়িতা। এর মধ্যে কয়েকটি গ্রন্থ হতে বাংলাদেশে জৌনপুরী আলেমদের কর্মতৎপরতা ও অবদান সম্পর্কে অবহিত হওয়া যায়। ১৯৭৩ সালে আবদুল বাতিন এর ঢাকায় মৃত্যু হয়। গাবতলি মাযার রোডে তাঁর মাযার রয়েছে।  [মো. আফাজ উদ্দীন]