জলঢাকা নদী

জলঢাকা নদী (Jaldhaka River)  দক্ষিণ-পূর্ব সিকিম-এ  হিমালয় পর্বতমালা থেকে উদ্ভূত হয়ে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও কুচবিহার অতিক্রম করে লালমনিরহাট জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করা একটি  আন্তঃসীমান্ত নদী। বাংলাদেশে প্রবেশের পর  ধরলা নদীর সঙ্গে মিলিত হয়ে ধরলা নামেই কুড়িগ্রামের কাছে ব্রহ্মপুত্রে মিশেছে। জলঢাকার সর্বমোট দৈর্ঘ্য প্রায় ১৯২ কিমি, যার খুব সামান্য অংশই বাংলাদেশের অন্তর্গত।  [মোঃ মাহবুব মোর্শেদ]

আরও দেখুন ব্রহ্মপুত্র-যমুনা নদীপ্রণালী