জলজ উদ্ভিদ

Mukbil (আলোচনা | অবদান) কর্তৃক ১০:১২, ২ ডিসেম্বর ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

জলজ উদ্ভিদ (Aquatic Plant)  পানিতে বসবাস ও বেড়ে ওঠা এবং প্রায়শ সুচিহ্নিত উদ্ভিদকুল। এগুলি খাদ্যবস্ত্ত  ও শক্তির উৎস এবং সৌরশক্তির দক্ষ পরিবর্তক (converter)।  কৃষি, মৎস্যচাষ ও জলাশয়ের আবাদে (aquaculture) জলজ উদ্ভিদকুলের গুরুত্ব সম্প্রতি বেড়েছে।

বরনউখা

বাংলাদেশে প্রায় ১৩০ সপুষ্পক, ৬ ফার্নজাতীয় (pteridophyte), ৩ মসজাতীয় (bryophyte) ও কয়েকশ  শৈবাল প্রজাতি জলজ উদ্ভিদ হিসেবে শনাক্ত হয়েছে। এখানে উভচর প্রজাতিও আছে। জলজ উদ্ভিদকুল সম্পূর্ণ ডুবন্ত, উপরিতলে ডুবন্ত, বিক্ষিপ্ত ও ভাসমান আগাছা হিসেবে বিভক্ত। শৈবাল ছাড়া জলজদের মধ্যে আছে সম্পূর্ণ ডুবন্ত ৩৫, উপরিতলে ডুবন্ত ২০, ভাসমান ১৭ প্রজাতি।

অনেকগুলি জলজ উদ্ভিদ একেবারেই মৌসুমি। বর্ষা মৌসুমের শুরুতে অর্থাৎ জুলাই-আগস্টে বাংলাদেশের প্লাবিত প্রায় সবগুলি অঞ্চলই এসব আগাছায় ভরে যায়। ডুবন্তগুলির মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য Ceratophyllum, Aponogeton, Miriophyllum, Utricularia, Blyxa, Hydrilla, Nechamendra, Ottelia, Vallisneria, Najas, Potamogeton, Ruppia ও Zennichellia। আবদ্ধদের মধ্যে প্রায় সর্বত্রই আছে Nymphaea, Alternanthera, Impomoea, Nymphoides, Ludwigia, Trapa, Nelumbo এবং Marsilea। ভাসমানদের মধ্যে রয়েছে Eichornia, Wolffia, Lemna, Spirodella, Pistia, Salvinia, Azolla ও Ceratopteris। অগভীর পানির মুখ্য আগাছা Polygonum, Alisma, Pontederia এবং কিছু কচু জাতীয় আগাছা ও ফার্ন।

জলকলমি

অনেকগুলি জলজ গাছগাছড়া অঞ্চল বিশেষের বাসিন্দাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কতকগুলি সবজি হিসেবে (Alternanthera, Enhydra, Impomoea, Nymphaea, Trapa), পশুখাদ্য হিসেবে (Hydrilla, Pistia, Coix, Hygroryza, Leersia, Panicum, Paspelidium, Lemna, Wolffia ও Spirodella) এবং মাদুর ও ঝুড়ি তৈরিতে (Cyperus, Eliocharis) ব্যবহূত হয়। কোনো কোনোটি জৈবসারের উপযোগী। বর্ষা মৌসুমের শেষে জলজ উদ্ভিদের বেশির ভাগই জীবনচক্র পুরো করে মরে পচে বা শুকিয়ে যায়। এগুলি এভাবে মাটিতে জীববস্ত্ত ও পুষ্টিদ্রব্য যোগায়, তাতে উর্বরতা বাড়ে এবং মাটি পরবর্তী ফসলের জন্য প্রস্ত্তত হয়। কোনো কোনো জলজ উদ্ভিদ পানি থেকে পুষ্টিদ্রব্য শোষণে সুদক্ষ, তাতে পানিদূষণ হ্রাস পায়। দূষণ-শোষক সাধারণ জলজ ঔষধির মধ্যে উল্লেখযোগ্য সাধারণ নলখাগড়া জাতীয় তৃণ, কচুরিপানা, Elodia, Hydrilla, Myriophyllum, Azolla, ও Mersilea।  [মোস্তফা কামাল পাশা]

আরও দেখুন আগাছা; অ্যাজোলা; কচুরিপানা; ক্ষুদিপানা; শৈবাল