ছুরিমাছ

Mukbil (আলোচনা | অবদান) কর্তৃক ০৬:৩৫, ২৭ নভেম্বর ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)
ছুরিমাছ

ছুরিমাছ (Ribbon fish) Trichuridae গোত্রভুক্ত মাছ। বাংলাদেশের জলভাগে দু প্রজাতির ছুরিমাছ (Lepturachanthus savalaTrichiurus muticus) সমুদ্রোপকূলের সর্বত্র দেখা যায়। এদের দেহ লম্বা এবং দু’পাশ খুবই চাপা, দেখতে ফিতার মতো, যা পেছনের একটা স্থান থেকে ক্রমে সরু হয়ে গেছে।

ছুরিমাছে পশ্চাৎপাখনা ও অঙ্কপাখনা নেই। পৃষ্টপাখনা ও পায়ুপাখনা দীর্ঘ, কিন্তু অসংখ্য রশ্মিরেখাসহ খুবই নমনীয়। অপেক্ষাকৃত লম্বা নিচের চোয়ালে তীক্ষ্ণ ও বাঁকানো দাঁত, ফুলকার ফোকর চওড়া, দেহ অাঁশহীন। বাংলাদেশে দু প্রজাতির ছুরিমাছই শুঁটকি হিসেবে বিক্রি হয়। মাছটি রপ্তানিপণ্য হিসেবে সম্ভাবনাশীল। [আখতারুননেসা চৌধুরী এবং মোঃ গোলাম মুস্তাফা]