চুনাকরণ

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২০:৪৪, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

চুনাকরণ (Liming)  অম্লীয় মৃত্তিকাতে কৃষিজ চুন প্রয়োগের প্রক্রিয়া। চুন প্রয়োগের মাধ্যমে মৃত্তিকা পি.এইচ (pH)-কে অম্ল অসহনশীল শস্য জন্মানোর সহায়ক মাত্রায় উঠানো হয়। রসায়ন শাস্ত্রে চুন বলতে সুস্পষ্টভাবে ক্যালসিয়াম অক্সাইডকেই বুঝায়। কিন্তু কৃষি কাজের উদ্দেশ্যে ব্যবহূত চুন বলতে মৃত্তিকার অম্লত্ব প্রশমিত করার জন্য ব্যবহূত ক্যালসিয়াম এবং/বা ম্যাগনেসিয়ামের কার্বোনেট, অক্সাইড ও হা্ইড্রোক্সাইডকে বুঝানো হয়। এসব সুনির্দিষ্ট রাসায়নিক যৌগ ছাড়াও বিভিন্ন প্রাকৃতিক বস্ত্তও চুনের তুল্য হিসেবে ব্যবহূত হয়। মৃত্তিকার পিএইচ মান কোনো একটি কাঙ্খিত মাত্রায় উঠানোর জন্য যে পরিমাণ চুন প্রয়োগ করতে হয় তাকে আবশ্যকীয় চুন (lime requirement) বলা হয়। বাংলাদেশে সাধারণত চুন প্রয়োগ খুব কম ক্ষেত্রেই করা হয়। কেবল যেসব মৃত্তিকায়  চা চাষের ফলে পিএইচ কমে যায় সেসব মৃত্তিকায় চুন প্রয়োগ করা হয়ে থাকে।  [এস.এম ইমামুল হক]