চিত্রা নদী

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২০:৪২, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

চিত্রা নদী (Chitra River)  চুয়াডাঙ্গা ও দর্শনার নিম্নাঞ্চল থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ-পূর্ব দিকে দর্শনা, কালীগঞ্জ, শালিখা ও কালিয়া উপজেলার মধ্য দিয়ে প্রায় ১৭০ কিমি প্রবাহিত হয়ে নড়াইল জেলার গাজীরহাটে  নবগঙ্গা নদীর সঙ্গে মিলেছে। পরবর্তী সময়ে এ মিলিত স্রোত খুলনার দৌলতপুরের কাছে ভৈরবে পড়েছে। চিত্রা পূর্বে ইছামতির একটি শাখানদী ছিল, কিন্তু উৎসমুখ ভরাট হয়ে যাওয়ায় বর্তমানে নবগঙ্গার একটি উপনদীতে পরিণত হয়েছে।

উৎপত্তিস্থল থেকে শালিখা পর্যন্ত নদীটি প্রায় ভরাট ও অনাব্য। শালিখা থেকে গাজীরহাট পর্যন্ত জোয়ারভাটার প্রভাব রয়েছে। জোয়ারের স্বাভাবিক পরিসর প্রায় ১ মিটার। এখানে নদী নাব্য; খুলনা থেকে এ পথে লঞ্চ চলাচল করে। সেচ ও বন্যা নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় রথডাঙ্গা থেকে গাজীরহাট পর্যন্ত নদীর বাম তীর বরাবর ভেড়ি বাঁধ দেওয়া হয়েছে। নদীতে ভাঙন বা বন্যা প্রবণতা লক্ষ্য করা যায় না। শালিখা উপজেলার অন্তর্ভুক্ত অংশে কিছু বাঁক দেখা গেলেও বাদবাকি অংশ মোটামুটি সরল। কালীগঞ্জ, শালিখা, নড়াইল, গাজীরহাট প্রভৃতি নদী তীরবর্তী উল্লেখযোগ্য স্থান।  [সুলতানা নাসরিন বেবী]

মানচিত্রের জন্য দেখুন গঙ্গা-পদ্মা নদীপ্রণালী