চামেরী ভবন

Mukbil (আলোচনা | অবদান) কর্তৃক ১০:২২, ২৩ অক্টোবর ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)
চামেরী ভবন, ঢাকা

চামেরী ভবন  ইংরেজদের কুটিরের আদলে নির্মিত ভবনটি ঢাকার  হাইকোর্ট ভবনের উল্টাদিকে ১৯২০ সালে নির্মিত হয়। এটি ঢাকায় কর্মরত ইংরেজ অবিবাহিত মহিলাদের আবাসস্থল হওয়ার কথা ছিল। পুরনো এ ভবনকে এখনও এর মূল স্থাপত্য অনুযায়ীই সংরক্ষণ করা হচ্ছে।

এক সময় এটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসনস্থল এবং পাকিস্তান আমল ও স্বাধীনতার পর কিছুকাল এটিকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদর দপ্তর হিসেবে ব্যবহার করা হয়। ১৯৮৫ সালে ভবনটি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচির (সিরডাপ) অফিসের নিকট হস্তান্তর করা হয়। বর্তমানে ভবনটি সিরডাপ ভবন নামে পরিচিত।  [সাদাত উল্লাহ খান]