ঘোষ, হরচন্দ্র

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২০:৩১, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

ঘোষ, হরচন্দ্র (১৮১৭-১৮৮৪)  নাট্যকার, অনুবাদক। পশ্চিমবঙ্গের হুগলিতে তাঁর জন্ম। ১৮৩৬ সালে হুগলি মোহসীন কলেজ প্রতিষ্ঠিত হলে ওই বছরই তিনি কলেজে ভর্তি হন এবং কলেজের পরীক্ষাসহ অন্যান্য শিক্ষামূলক কর্মকান্ডে কৃতিত্বের পরিচয় দেন। একবার বেকনের প্রবন্ধ ‘ট্রুথ’-এর বাংলা অনুবাদ করার প্রতিযোগিতায় তিনি প্রথম পুরস্কার লাভ করেন।

হরচন্দ্র আরবি, ফারসি, ইংরেজি ও বাংলা ভাষায় ব্যুৎপন্ন ছিলেন। তিনি ছিলেন বাংলা নাট্য-সাহিত্যের আদিপর্বের নাট্যকার এবং শেক্সপীয়রের নাটকের প্রথম অনুবাদক। তিনিই সর্বপ্রথম প্রাচ্য ও পাশ্চাত্য রীতির সংমিশ্রণে আধুনিক নাট্যরীতি প্রবর্তনের চেষ্টা করেন। তাঁর ভানুমতী-চিত্তবিলাস (১৮৫৩), চারুমুখ-চিত্তহরা (১৮৬৪) ও রজতগিরিনন্দিনী (১৮৭৪) নাটকত্রয় যথাক্রমে শেক্সপীয়রের মার্চেন্ট অফ ভেনিস, রোমিও অ্যান্ড জুলিয়েট এবং দি সিলভার হিল নাটক অবলম্বনে রচিত। তাঁর রচিত গ্রন্থ মোট সাতটি। অবশিষ্ট চারটির মধ্যে  পুরাণ অবলম্বনে রচিত কৌরববিয়োগ (১৮৫৮) একটি উল্লেখযোগ্য মৌলিক নাটক।

হরচন্দ্র ১৮৪৪ সালে আবগারি বিভাগের সুপারিনটেন্ডেন্ট হিসেবে পেশাগত জীবন শুরু করেন এবং পরে বর্ধমান জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট হন। চাকরি জীবনের শেষ পর্যায়ে তিনি হুগলি পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালনের পর ১৮৭২ সালে অবসর গ্রহণ করেন। ১৮৮৪ সালের ২৪ নভেম্বর হুগলিতে তাঁর মৃত্যু হয়।  [প্রদ্যোত ঘোষ]