গাঁজা

Nasirkhan (আলোচনা | অবদান) কর্তৃক ১৪:২৫, ১৩ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)
গাঁজা গাছ

গাঁজা (Hemp)  Cannabinaceae গোত্রের Cannabis sativa প্রজাতির উদ্ভিদ থেকে তৈরি এক ধরনের নেশাজাতীয় দ্রব্য। এটি সমগ্র বিশ্বে নেশাদ্রব্য হিসেবে ধূমপানের সঙ্গে ব্যাপকভাবে ব্যবহূত হয়। ক্যানাবিস মারাত্মক মাদকাশক্তি এবং দৃষ্টিভ্রম সৃষ্টি করে। মধ্য ও পশ্চিম এশিয়াসহ ভারত, পূর্ব ও দক্ষিণ আফ্রিকার উষ্ণাঞ্চল এবং যুক্তরাষ্ট্রে সরকারি নিয়ন্ত্রণে স্থানীয়ভাবে এর চাষ হয়। এ ছাড়া বাংলাদেশসহ, এশিয়া ও আমেরিকার কিছু দেশে অবৈধভাবে এর চাষ হয়। ক্যানাবিসের মূল উপাদান এর মধ্যকার ক্যানাবিনোন (cannabinone) নামক এক রেসিন পদার্থ। এটি পাতন প্রক্রিয়ার মাধ্যমে অথবা পুড়িয়ে চেতনানাশক ক্যানাবিনল (cannabinol) তৈরি করা হয়।

ক্যানাবিস বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। যেমন, একে ভারতীয় অঞ্চলে গাঁজা, ইউরোপে মারিজুয়ানা, আমেরিকার দেশসমূহে মারিহুয়ানা এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় হাশিশ বলা হয়। চেতনানাশক হিসেবে ব্যবহার ছাড়াও ক্যানাবিস ব্যথানাশক, উত্তেজক, ঘুমের ঔষধ ইত্যাদি হিসেবে কার্যকর।

বাংলাদেশে অনেকেই ক্যানাবিস ধূমপানে আসক্ত। জামালপুর ও শেরপুর জেলায় কিছু কিছু ক্যানাবিসের চাষ হয় বলে   জানা যায়। [আবদুল গনি]