খিলক্ষেত থানা

খিলক্ষেত থানা (ঢাকা মেট্রোপলিটন)  আয়তন: ১৫.৮৮ বর্গ কিমি। অবস্থান: ২৩°৪৯´ থেকে ২৩°৫১´ উত্তর অক্ষাংশ এবং ৯০°২৪´ থেকে ৯০°২৯´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে দক্ষিণখান থানা, উত্তরখান থানা, দক্ষিণে বাড্ডা থানা, পূর্বে রূপগঞ্জ উপজেলা, পশ্চিমে ক্যান্টনমেন্ট ও বিমানবন্দর থানা।

জনসংখ্যা ৩৯২২৭; পুরুষ ২১৩৬০, মহিলা ১৭৮৬৭। মুসলিম ১০৪৮৭, হিন্দু ১৩০৪, বৌদ্ধ ২৬৪, খ্রিস্টান ২৫ এবং অন্যান্য ৬।

প্রশাসন বাড্ডা থানার দক্ষিণাংশ নিয়ে ২০০৫ সালের ২৭ জুন খিলক্ষেত থানা গঠিত হয়।

থানা
ওয়ার্ড ও ইউনিয়ন মহল্লা জনসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%)
শহর গ্রাম শহর গ্রাম
১১ ২৩৫৮৫ ১৫৬৪২ ২৪৭০ ৬৯.১৩ ৫২.৯২
ওয়ার্ড ও ইউনিয়ন
ওয়ার্ড নম্বর ও ইউনিয়ন আয়তন (বর্গ কিমি) লোকসংখ্যা শিক্ষার হার (%)
পুরুষ মহিলা
ওয়ার্ড নং ১৭ (আংশিক) ২.২৬ ১৩১৫২ ১০৪৩৩ ৬৯.১৩
ডুমনি (আংশিক) ৫.৭৭ ৪১৬৮ ৩৭৮৭ ৪৭.৪৯
দক্ষিণ খান ইউনিয়ন (আংশিক) ৭.৮৫ ৪০৪০ ৩৬৪৭ ৫৮.৩৫

সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ৬৬, মন্দির ৩। উল্লেখযোগ্য ধমীয় প্রতিষ্ঠান: ডুমনি নামাপাড়া জামে মসজিদ,  ডুমনিবাজার জামে মসজিদ, বরুয়া শাহ জামে মসজিদ, উত্তর জামে মসজিদ (বড় মসজিদ), রাধাকৃষ্ণ মন্দির।

শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৫৮.৩২%; পুরুষ ৬৩.৩২%, মহিলা ৫২.৫২%। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: বরুয়া আলাউদ্দিন দেওয়ান উচ্চ বিদ্যালয়, ডুমনি উচ্চ বিদ্যালয়, জান-ই আলম সরকারি উচ্চ বিদ্যালয়, মানারাত মডেল হাই স্কুল, পাতিরা প্রাথমিক বিদ্যালয়, বরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডুমনি প্রাথমিক বিদ্যালয়, কুর্মিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খিলক্ষেত বটতলা ইসলামিয়া মাদ্রাসা, পাতিরা হাফেজিয়া মাদ্রাসা।

সাংস্কৃতিক প্রতিষ্ঠান এ থানার সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মধ্যে ক্লাব, সিনেমা হল, খেলার মাঠ রয়েছে।

জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ১৫.১০ %, অকৃষি শ্রমিক ২.১৪%, শিল্প ১.৩৮%, ব্যবসা ২৯.১০%, পরিবহণ ও  যোগাযোগ ৫.২১%, নির্মাণ ৩.৫৯%, ধর্মীয় সেবা ০.০৯%, চাকরি ৩০.৩৮%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ২.৩৩% এবং অন্যান্য ১০.৬৮%।

কৃষিভূমির মালিকানা ভূমিমালিক  ৬৩.৯৩%, ভূমিহীন ৩৬.০৭%।

প্রধান কৃষি ফসল মরিচ, শাকসবজি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি ধান।

প্রধান ফল-ফলাদি আম, কাঁঠাল, জাম, পেঁপে, কলা।

যোগাযোগ বিশেষত্ব মোট সড়ক ৩৬.০৪ কিমি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি, গরুর গাড়ি।

শিল্প ও কলকারখানা গার্মেন্টস ১৭; মোহাম্মদী ফ্যাশন্স সুয়েটার  লিমিটেড, টি-মার্ট কম্পিউটারাইজড সুয়েটার লিমিটেড, কনভার্সন নেচারাল গ্যাস কোম্পানি লিমিটেড ও আইসক্রিম ফ্যাক্টরি প্রভৃতি।

মার্কেট  মার্কেট ৬, রাজউক ট্রেড সেন্টার (নিকুঞ্জ-২), খিলক্ষেত সুপার মার্কেট (খিলক্ষেত বাজার), জানে আলম সুপার মার্কেট (টানপাড়া) প্রভৃতি।

প্রধান রপ্তানিদ্রব্য   তৈরি পোশাক।

বিদ্যুৎ ব্যবহার এ থানার সবক’টি ওয়ার্ড ও ইউনিয়ন বিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ৯৩.৫০% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।

পানীয়জলের উৎস নলকূপ ৩৯.২৪%, ট্যাপ  ৫৭.৯৯%, পুকুর ০.০৯% এবং অন্যান্য ২.৬৮%।

স্যানিটেশন ব্যবস্থা এ থানার ৭৮.৫৪% পরিবার স্বাস্থ্যকর এবং ১৭.৮৩% পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। ৩.৬৩% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।

স্বাস্থ্যকেন্দ্র এশিয়া মেডিকেল প্রাইভেট লিমিটেড, আল আরাফা হাসপাতাল, দিশা মাদক নিরাময় কেন্দ্র।  [শামীমা আক্তার]

তথ্যসূত্র   আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।