খান, আবদুল মোমেন

Mukbil (আলোচনা | অবদান) কর্তৃক ০৫:৩৯, ১৫ সেপ্টেম্বর ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)
আবদুল মোমেন খান

খান, আবদুল মোমেন (১৯১৯-১৯৮৪)  শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা, রাজনীতিক। মোমেন খান ১৯১৯ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। পিতা আবদুল বারী খান। ১৯৪১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ ডিগ্রি লাভ করেন এবং পরের বছর কলকাতা গভর্নমেন্ট কমার্সিয়াল কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৫৪ সালে তিনি পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। চাকুরি জীবনে তিনি পূর্ত সচিব, খাদ্য ও বেসামরিক সরবরাহ সচিব এবং বাংলাদেশ সংসদ সচিবালয়ের সচিবের দায়িত্ব পালন করেন। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব হিসেবে তিনি অবসর গ্রহণ করেন।

আবদুল মোমেন খান ছাত্রজীবনে ঢাকা জেলা মুসলিম ছাত্রলীগের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হল ছাত্র ইউনিয়নের প্রথম স্পিকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের নির্বাহি কমিটির সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয় তাঁতি লীগের পৃষ্ঠপোষক ছিলেন। তিনি নবগঠিত জাতীয় গণতান্ত্রিক দলের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য এবং পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর কার্যনির্বাহি কমিটির সদস্য ছিলেন। ১৯৭৭ সালের জুলাই মাসে রাষ্ট্রপতির উপদেষ্টা পরিষদে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং ১৯৭৮ সালের ২৯ জুন থেকে ১৯৭৯ সালের ১৫ এপ্রিল পর্যন্ত একই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ১৯৭৯ সালের সাধারণ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ-সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৭৯ সালের ১৫ এপ্রিল থেকে ১৯৮১ সালের ২৭ নভেমতর পর্যন্ত বাংলাদেশ সরকারের মন্ত্রী ছিলেন।

১৯৮৪ সালের ১২ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।  [মোঃ আলী আকবর]