খাতুন, আজিজুন্নেছা

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২০:০১, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

খাতুন, আজিজুন্নেছা (আনু. ১৮৬৪-১৯৪০)  কবি। আনুমানিক ১৮৬৪ খ্রিস্টাব্দে পিতার কর্মস্থল পশ্চিমবঙ্গের বসিরহাট জেলার জালালপুরে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস নদীয়ার গোয়াডী-কৃষ্ণনগরে। পিতা মীর চাঁদ আলী ছিলেন পুলিশের দারোগা।

আজিজুন্নেছার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। প্রথমে তিনি পিতৃগৃহে এবং পরে স্বামীগৃহে আরবি, ফারসি, বাংলা ও ইংরেজি শিক্ষার সুযোগ পান। পরে বাঁশদহা নিবাসী কলকাতার ডফটন ও সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপক মেয়রাজউদ্দীনের সান্নিধ্যে তাঁর বাংলা ও ইংরেজি শিক্ষার আরও উন্নতি হয়।

কৈশোরেই আজিজুন্নেছার বিয়ে হয় বাঁশদহার বিদ্যানুরাগী মোকাদ্দেসুল হকের সঙ্গে। তিনি লেখিকার কাব্যগ্রন্থেরও প্রকাশক। তাঁর অকাল মৃত্যুতে তেঁতুলিয়ার জমিদার হামিদুল্লাহ খানের সঙ্গে আজিজুন্নেছার দ্বিতীয় বিয়ে হয়। হামিদুল্লাহ খানের মৃত্যুতে বাঁশদহার কাজী লুৎফর রহমান তাঁর তৃতীয় স্বামী হন। তিনিও অকালে মারা যান।

আজিজুন্নেছা ছিলেন নিঃসন্তান। তিনি অনেক সমাজসেবামূলক কাজ করেছেন। গ্রামীণ জনসাধারণের পানীয় জলের অভাব দূর করার জন্য তিনি পুকুর খনন করেন এবং বালিকা মক্তব খুলে মেয়েদের শিক্ষাদানের ব্যবস্থা করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সিলেকশন অবলম্বনে তিনি রচনা করেন হারমিট বা উদাসীন কাব্য (১৮৮৪)। এটি টমাস পার্নেলের বীররসাত্মক কাব্যের অনুবাদ। তাঁর অপ্রকাশিত মৌলিক কাব্যের নাম কোরবানী। সমকালের পত্রপত্রিকায় তাঁর বহু কবিতা প্রকাশিত হয়। ১৯৪০ সালে বসিরহাটে তিনি মৃত্যুবরণ করেন।  [নুরুল আমিন]