কাশগড়ী, আবদুর রহমান

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ১৯:৩৭, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

কাশগড়ী, আবদুর রহমান (১৯১২-১৯৭১)  আলেম, ভাষাবিদ, লেখক। তিনি গণচীনের উত্তর-পশ্চিমাঞ্চলের কাশগড়ে জন্মগ্রহণ করেন। লক্ষ্ণৌর নাদওয়াতুল উলামায়ে  হাদীসতাফসিরআরবি সাহিত্য ও অন্যান্য বিষয়ে শিক্ষা লাভ করে ১৯২২ সালে তিনি ওই প্রতিষ্ঠানের শিক্ষক হন। এ সময় তিনি লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয় থেকে ফাজিল-ই-আদাব ডিগ্রি লাভ করেন। ১৯৩৮ সালে আবদুর রহমান কলকাতা মাদ্রাসার শিক্ষক হন। ইসলামী ধর্মশাস্ত্রে তাঁর অগাধ পান্ডিত্য ছিল। আরবি ভাষার কবি ও লেখক হিসেবেও তিনি খ্যাতি লাভ করেন।

স্বভাবকবি আবদুর রহমানের আয্-যাহরাত (১৯৩৫, লক্ষ্ণৌ) কাব্যে দেশাত্ববোধ ও প্যান-ইসলামিজমের কথা আছে। আল-হাদিকা নামক তাঁর আরবি গদ্য ও পদ্য সংকলনটি  মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক দাখিল শ্রেণির পাঠ্যপুস্তক হিসেবে মনোনীত হয়। তিনি আল-মুফিদ (২ খন্ড, ১৯৬১) নামে আরবি,  উদ, বাংলা  এ ত্রিভাষায় উচ্চমানের একটি  অভিধান রচনা করেন। এটি ঢাকার আলীয়া মাদ্রাসা থেকে প্রকাশিত হয়। তাঁর অপ্রকাশিত রচনাবলির মধ্যে মাহক্কুন নাক্দ, শে’র ইব্নি মুকবিল, ইযালাতুল খাফা আল খিলাফাতিল খুলাফা, ফারহাঙ্গে কাশগড়ী  উল্লেখযোগ্য। তিনি ছিলেন চিরকুমার।  [এ.কে.এম নূরুল আলম]